কলকাতা

আজ দক্ষিণের অধিকাংশ জেলায় ঝড়বৃষ্টি

রবিবার রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির সতর্কতা। আজ থাকছে কালবৈশাখীর পূর্বাভাস । দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর সম্ভাবনা। দমকা ঝড়ো হাওয়া লন্ডভন্ড করে দিতে পারে দুই এক জায়গা। দক্ষিণবঙ্গে আজ ও কাল বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত। গত কয়েক দিনের দাবদাহ থেকে দক্ষিণের মুক্তি। আগামী দু থেকে তিন দিনে রাজ্যজুড়ে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে ঝড়বৃষ্টির কারণে। পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বীরভূমে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ায় কালবৈশাখীর সতর্কবার্তা। ঝড়বৃষ্টি হবে দক্ষিণ ও উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই। মঙ্গলবার ঝড়বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গের, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলায়। আজ থাকছে কালবৈশাখীর পূর্বাভাস। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড় ও বৃষ্টির সম্ভাবনা। কালবৈশাখী হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে। ৪০-৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়ার দেখা মিলতে পারে। কিছু কিছু জায়গায় কালবৈশাখীর বেগ আরও বেশি হতে পারে।