জেলা

পুজো দেখতে বেরিয়ে শিশুর মৃত্যু

 বহরমপুর: পুজো মানেই সাতসকালে শিউলি ফুলের গন্ধ। পুজো মানেই সন্ধ্যেবেলায় ঠাকুর দেখার ভিড়। হৈ চৈ আর উৎসবেতে চারিদিক অস্থির। বিশেষ করে দুর্গাপুজো মানে শিশুদের নতুন জামা পরে ঠাকুর দেখে বেরনো।ঠিক তেমনি এক শিশু কন্যা ঠাকুর দেখে নিজের গন্তব্যস্থলে ফেরার পথে এক ব্যক্তির বাড়ির চাল ভেঙে মৃত্যু হয়। ঘটনায় গুরুতর আহত আরও তিন শিশু। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার কান্দি থানার গোকর্ণ দক্ষিণপাড়ায়। মৃতের নাম মিমি বাগদি (৫)।আহতরা আশা বাগদি, শুভশ্রী বাগদি, রাধা বাগদি। সকলের বয়স চার থেকে আট বছর। আহতদের গোকর্ণ গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে সেখানে মিমিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। রাধার চিকিৎসা গোকর্ণ গ্রামীণ হাসপাতালে চলছে। আশা ও শুভশ্রীকে সঙ্কটজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভেঙে পরা বাড়ির বাইরে বেশ কয়েকজন শিশু দাঁড়িয়ে ছিল। হঠাৎ করে টিনের চাল সমেত চালাটি ভেঙে পরলে চারজন শিশু গুরুতর আহত হয়। চালের টিনে মিমির গলার একাংশ কেটে গেলে গোকর্ণ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয়। বাকিদের চিকিৎসা চলছে।কিভাবে এই ধরণের ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে কান্দি থানার পুলিশ। বৃহস্পতিবার কান্দি থানার পুলিশ মৃতদেহ ময়না তদন্ত করে বাড়ির লোকেদের হাতে তুলে দেওয়া হয়। এই ঘটনায় কান্দি থানার গোকর্ণ গ্রাম এলাকায় শোকের ছায়া নেমে আসে।