দেশ

আগামী মাসে পাকিস্তানে যাচ্ছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং

নয়াদিল্লি: কাশ্মীর ইস্যুতে ভারত-পাকিস্তান উত্তেজনা চরমে৷ এই অবস্থায় পড়শি দেশে যাচ্ছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং৷ আগামী ৯ নভেম্বর পাকিস্তান যাবেন তিনি৷উল্লেখ্য, ১০ বছরের প্রধানমন্ত্রীত্বকালে মনমোহন সিং কখনও পাকিস্তান যাননি৷ এবারও প্রাক্তন প্রধানমন্ত্রী হিসেবে তিনি পাক মাটিতে পা রাখছেন না৷ তিনি যাচ্ছেন শিখ তীর্থযাত্রী হয়ে৷ ভারত থেকে কর্তারপুর রওনা দেওয়া প্রথম তীর্থযাত্রী দলের সদস্য হবেন প্রাক্তন প্রধানমন্ত্রী৷কিছুদিন আগে পঞ্জাবের মুখ্যমন্ত্রী তাঁকে তীর্থযাত্রী হয়ে কর্তারপুর যাওয়ার প্রস্তাব দেন৷ সেই প্রস্তাবে সাড়া দেন মনমোহন সিং৷ প্রাক্তন প্রধানমন্ত্রীকে সঙ্গে দেবেন পঞ্জাবের মুখ্যমন্ত্রীও৷ সেই সঙ্গে ওই দিন ভারতের সুলতানপুর লোধিতে হবে কর্তারপুর করিডরের উদ্বোধনী অনুষ্ঠান৷ সেই মূল অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন প্রাক্তন প্রধানমন্ত্রী৷পঞ্জাব মুখ্যমন্ত্রীর মিডিয়া উপদেষ্টা ট্যুইট করে এই খবর জানান৷ অমরিন্দর সিং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে গুরু নানকের ৫৫০ তম জন্মবার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন৷ দু’জনে সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন৷এদিকে সোমবার পাক বিদেশমন্ত্রী খুরেশি জানিয়ে দেন, তারা কর্তারপুর করিডরের উদ্বোধনে ডঃ মনমোহন সিংকে আমন্ত্রণ জানাবেন৷ যদিও প্রাক্তন প্রধানমন্ত্রীর অফিস থেকে এই নিয়ে কিছু জানানো হয়নি৷ তবে কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উচিত মনমোহন সিংয়ের নেতৃত্বে রাজনৈতিক এক প্রতিনিধি দল কর্তারপুরে পাঠানো৷১২ নভেম্বর শিখ ধর্মগুরু নানকের ৫৫০ তম জম্মবার্ষিকী৷ তার তিনদিন আগে ৯ নভেম্বর ভারত এবং পাকিস্তান দুই তরফে আনুষ্ঠানিক উদ্বোধনের পর শিখ তীর্থযাত্রীদের জন্য খুলে দেওয়া হবে কর্তারপুর করিডর৷ ভারতের ডেরা বাবা থেকে চার কিমি দূরে পাকিস্তানের নারোওয়াল জেলায় জীবনের শেষ ১৮ বছর কাটিয়েছিলেন গুরু নানক৷ সেই কারণে এই জায়গাটি শিখ ধর্মাবলম্বীর কাছে খুবই পবিত্র৷ সেই জায়গাতে তৈরি হয়েছে গুরুদ্বারা৷ ভারত থেকে তীর্থযাত্রীরা যাতে এই গুরুদ্বারাতে আসতে পারেন সেই কারণে কর্তারপুর করিডরটি তৈরি করা হয়৷