দেশ

​মোদিকে চিঠি: অপর্ণা সেন-সহ ৫০ বুদ্ধিজীবীর বিরুদ্ধে এফআইআর

নয়াদিল্লিঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লেখার কারণে অপর্ণা সেন-সহ প্রায় ৫০ জন বুদ্ধিজীবীর বিরুদ্ধে এফআইআর দায়ের হল। বৃহস্পতিবার বিহারের মুজফফরপুরের সদর পুলিশ স্টেশনে এই এফআইআর দায়ের হয়। অপর্ণা সেন ছাড়াও ওই এফআইআরে আর যঁদের নাম  রয়েছে তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, ইতাহিসবিদ রামচন্দ্র গুহ, চলচ্চিত্র পরিচালক মণিরত্নম ও শ্যাম বেনেগাল, অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, অনুরাগ কাশ্যপ, শিল্পী শুভা মুদগল প্রমুখ।  ‘জয় শ্রী রাম’ স্লোগানকে হাতিয়ার করে নির্বিচারে মানুষ পিটিয়ে মারা হচ্ছে, এই অভিযোগ জানিয়ে প্রধানমন্ত্রী মোদিকে চিঠি লিখেছিলেন তাঁরা।
সুধীর কুমার ওঝা নামে বিহারের এক আইনজীবী এই বুদ্ধিজীবীদের বিরুদ্ধে আদালতে মামলা করেছিলেন। সুধীর কুমারের অভিযোগ, এই খোলা চিঠি লিখে বুদ্ধিজীবীরা দেশের ভাবমূর্তি কালিমালিপ্ত করেছেন। প্রধানমন্ত্রীর উন্নয়নের কাজ ও কৃতিত্বকে খাটো করতেই তাঁরা এ ধরনের চিঠি লিখেছেন। পুলিশ জানিয়েছে, ধর্মীয় ভাবাবেগে আঘাত, সামাজিক শান্তি বিঘ্নিত করার চেষ্টা এবং প্ররোচনার দায়ে বুদ্ধিজীবীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। সুধীর কুমারের সেই আবেদনের ভিত্তিতে দু-মাস আগে ওই ৫০ জন বুদ্ধিজীবীর বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দেন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুর্যকান্ত তিওয়ারি। সেই নির্দেশের ভিত্তিতেই বৃহস্পতিবার এফআইআর এই দায়ের হয়।