জেলা

ব্যক্তি সীমা নিয়ে মন্তব্য করে নবান্নের সঙ্গে সংঘাত জিইয়ে রাখলেন রাজ্যপাল

হুগলি: প্রত্যেক মানুষের সীমা নিয়ে ফের সতর্ক করে দিলেন রাজ্যপাল জগদীপ ধনকর। সোমবার হুগলিতে বিরোধী দলনেতা আব্দুল মান্নানের দুর্গাপুজোতে গিয়ে রাজ্যপাল বলেন, ‘আমি কখনই সীমা লঙ্ঘন করি না। সবারই সেটা মেনে চলা উচিত।’ওয়াকিবহাল মহলের মতে, যাদবপুরের ঘটনার পর রাজ্যপালের এক্তিয়ার নিয়ে অনেকেই অনেক কথা বলেছিলেন। সেই প্রসঙ্গ না তুলেই কার্যত সেই কথাই রাজ্যপাল মনে করিয়ে দিয়েছেন বলেই মনে করা হচ্ছে। একাংশের মতে, রাজ্যপালের এই মন্তব্য রাজভবন ও নবান্নের সংঘাতকেই আরও জিইয়ে রাখল। রাজ্যপাল এদিন আরও বলেন, ‘আমি রাজ্যবাসীর কাজ করতে বদ্ধপরিকর। রাজভবনের সম্মান রক্ষা করতে আমি নিবেদিত। তবে সকলেরই উচিত নিজের সীমা না পেরোন।’একইসঙ্গে তাঁর বক্তব্য, ‘পশ্চিমবঙ্গে কেউই লক্ষণরেখা পার করবেন না। কারণ, আমাদের সকলেরই দায়িত্ব রাজ্যকে ফের সেরার পথে নিয়ে যাওয়া।’ রাজনৈতিক মহলের মতে, নবমীর সকালে বিরোধী দলনেতার পুজোতে গিয়ে রাজ্যপালের এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ, যাদবপুরকান্ডের পর থেকেই নয়া রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকারের একটা শীতল সম্পর্ক বিরাজ করছে। এই মন্তব্যের পরে সেই সম্পর্ক যে আরও শীতল হবে তা বলাই বাহুল্য।উল্লেখ্য, রাজ্যপালের এই মন্তব্য নিয়ে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তোপ দেগেছেন। তিনি বলেন, ‘এই রাজ্যপাল পক্ষপাতদুষ্ট। রাজ্য সরকারকে উপদেশ না দিয়ে উনি বরং বিজেপিকে উপদেশ দিন। তাহলেই সঠিক হবে।’