দেশ

পাটনায় রোড-শো করলেন প্রধানমন্ত্রী

 চলতি লোকসভা নির্বাচনের প্রচারে বিহারে একাধিকবার জনসভা করেছেন প্রধানমন্ত্রী। তবে রবিবার পাটনায় জীবনে প্রথমবার রোড শো করেন তিনি। সঙ্গে ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও। রোড শো চলাকালীনই একটি সর্বভারতীয় সংবাদসংস্থাকে সাক্ষাৎকার দেন মোদি। সেখানেই তিনি সাফ জানান, দেশবাসীর কাছে সুশাসনের মডেল তুলে ধরেছে বিজেপি। মোদি বলেন, “কীভাবে দেশ পরিচালনা করতে হবে, দেশবাসীর কাছে তার আদর্শ মডেল তুলে ধরেছে বিজেপি। এর আগে কংগ্রেস মডেল, বাম মডেল, জোট মডেল-নানা ধরনের সরকার দেখেছেন ভারতবাসী। কিন্তু বিজেপি মডেল তাদের থেকে অনেক আলাদা। আগের সরকারগুলোর তুলনায় অনেক বেশি ঝুঁকি নিতে পারে বিজেপি সরকার। সেই ঝুঁকিগুলোর কারণেই দেশ আরও উন্নতি করছে।” বিশেষজ্ঞদের মতে, গত ১০ বছরে একাধিক সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার, যার কারণে তোলপাড় হয়েছে জাতীয় রাজনীতিতে। তিন তালাক রদ, ৩৭০ ধারা বিলোপ, অভিন্ন দেওয়ানি বিধির প্রণয়ন, সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর- প্রত্যেকটি সিদ্ধান্তেই দেশের উন্নতি হয়েছে বলে দাবি করেছে গেরুয়া শিবির। যদিও প্রত্যেকটি সিদ্ধান্ত প্রকাশ্যে আসার পর থেকেই তুমুল সমালোচনা করেছেন বিরোধীরা। এই সিদ্ধান্ত বদল করতে আদালতের দ্বারস্থও হয়েছেন তাঁরা। কিন্তু মোদির কথায়, আগামী দিনে এই ‘ঝুঁকিপূর্ণ’ মডেল অনুসরণ করেই উন্নতির পথে এগিয়ে যাবে দেশ।