দেশ বিদেশ

প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ ৯ জনের দেহ উদ্ধার, ইরানের পাশে থাকার বার্তা প্রধানমন্ত্রী মোদির

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর খবর সোমবার সরকারিভাবে ঘোষণা করে ইরান। রাইসির সঙ্গে আরও যে ৯ জন ছিলেন, তাঁদের প্রত্যেকের মৃত্যু হয়েছে বলে ইরানের তরফে জানানো হয়। আজারবাইজান এবং ইরান সীমান্তের একটি গ্রামে ঘন কুয়াশার জেরে যখন রাইসির হেলকপ্টার ভেঙে পড়ে, প্রচণ্ড কুয়াশায় তল্লাশি অভিযান চালাতে পারছিল না প্রশাসন প্রথমে। এরপর বহু চেষ্টায় ইব্রাহিম রাইসি এবং মৃত ৯ জনের দেহ উদ্ধার করা হয়। রাইসি-সহ ৯ জনের দেহ উদ্ধার করে ইরানের শহর তাবরিজে পাঠানো হচ্ছে। সেই সঙ্গে যে উদ্ধার কাজ চলছিল, দেহ মেলার পর তা বন্ধ করা হয়েছে। ইরানের সংবাদমাধ্যমের তরফে এই খবর প্রকাশ করা হয়েছে। সোমবার রাইসির মৃত্যুর খবর পেয়েই এক্স হ্যান্ডেলে শোকজ্ঞাপন করে বার্তা দেন তিনি। কঠিন সময়ে ইরানের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন প্রধানমন্ত্রী।