কলকাতা

ওবিসি শংসাপত্র বাতিল নিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য সরকার, ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যের অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) শংসাপত্র বাতিল নিয়ে কলকাতা হাইকোর্টের রায় যে তিনি মানছেন না, তা বুধবারই স্পষ্ট করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার, সরকারি ছুটির দিনেই, এই রায়ের জবাবে সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি শুরু করে দিল নবান্ন। সূত্রের খবর, ইতিমধ্যেই আইনজীবীদের সঙ্গে কথা বলে প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে যত দ্রুত সম্ভব সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে নির্দেশ দেওয়া হয়েছে। যত দিন পর্যন্ত এর মীমাংসা না হচ্ছে, তত দিন পর্যন্ত নিয়োগ থেকে নতুন বৃত্তি প্রায় সব ক্ষেত্রেই সমস্যা তৈরি হল বলে মনে করছেন অভিজ্ঞ আধিকারিকদের অনেকে। তবে শংসাপত্র দিতে তাড়াহুড়োর কারণেই এই সমস্যা হল কি না, তা নিয়ে চর্চা শুরু হয়েছে প্রশাসনের অন্দরেই। আদালতে গরমের ছুটি শেষ হলেই ওবিসি সংরক্ষণ নিয়ে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যাওয়ার কথা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১০-এর পর থেকে রাজ্যে ইস্যু করা সব ওবিসি সার্টিফিকেট বাতিল করার রায় বুধবার দিয়েছে হাইকোর্ট। তারপরেই মমতা জানিয়েছিলেন, তিনি এই রায়ের সঙ্গে সহমত নন। বৃহস্পতিবার বউবাজারে নির্বাচনী সভায় মমতা বলেন, ‘হঠাৎ করে একজন রায় দিয়ে দিলেন, ১৫ লক্ষ ওবিসি সার্টিফিকেট ক্যান্সেল হলো! না হবে না। সার্টিফিকেট থাকবে। এখন কোর্টে গরমের ছুটি চলছে। ছুটি শেষ হয়ে গেলে আমরা উচ্চ আদালতে যাব। আমি জানি, নিয়ম কী করে করতে হয়। নিয়ম কী করে চেঞ্জ করতে হয়।’ উচ্চ আদালতে যাওয়ার পাশাপাশি তিনি যে ঘর গুছিয়ে রাখতে চাইছেন, সেই বার্তাও দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তাঁর ইঙ্গিতপূর্ণ মন্তব্য, ‘আপনি এ-তে খেলেছেন, আমি বি-তে খেলব। আপনি সি-তে খেলবার চেষ্টা করলে আমি জ়েডে খেলে আপনাকে দেখিয়ে দেবো। এই ভাবে ভাগাভাগি করবেন না। ওবিসি-র মধ্যে তো সবাই আছে। হিন্দু আছে, মুসলিম আছে, তফসিলি আছে, আদিবাসী আছে। সবাই আছে, সবাই থাকবে।’