দেশ

বুথভিত্তিক তথ্য জনসমক্ষে প্রকাশের আর্জি খারিজ সুপ্রিমকোর্টে

২০২৪ লোকসভা ভোটে প্রথম দুই দফার ভোটগ্রহণ পর্বে ভোটের হার সংক্রান্ত তথ্য প্রকাশে দেরি হওয়ার পর এক মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস-এর দায়ের করা সেই মামলায় সুপ্রিম কোর্টের শুক্রবারের রায়ে স্বস্তি পেল কমিশন। আর্জি ছিল লোকসভা ভোট চলাকালীন কমিশন যেন তার ওয়েবসাইটে ভোটদানের হার সম্পর্কিত পরিসংখ্যান প্রকাশ করে, তার জন্য নির্দেশ যেন সুপ্রিম কোর্ট কমিশনকে দেয়। তবে ওই এনজিও-র তরফে দায়ের করা সেই আর্জি এদিন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। এর আগে, গত বুধবার এই সংক্রান্ত মামলার শুনানি চলেছিল সুপ্রিম কোর্টে। সেখানে বুথ ভিত্তিক ভোটের হারের পরিসংখ্যান ৪৮ ঘণ্টার মধ্যে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করার আর্জি জানানো হয়েছিল। সেই মামলার শুনানি ছিল বুধবার। তবে আদালত রায় রিজার্ভ রাখে। এরপর ষষ্ঠ দফা ভোট পর্বের আগের দিন নির্বাচন কমিশনকে স্বস্তি দিয়ে এই রায় প্রকাশ করেছে দেশের সুপ্রিম কোর্ট। এর আগে, এই মামলা নিয়ে নির্বাচন কমিশন জানিয়েছিল যে, বুথভিত্তিক তথ্য সম্পূর্ণ রূপে জনমসক্ষে আনা নির্বাচনী প্রক্রিয়ার ক্ষেত্রে ভালো দিক নয়। একটি হলফনামায় কোর্টে এই তথ্য প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট।