রেল পরিষেবা শুরু হল শিয়ালদহ ডিভিশনে। পূর্ব রেলের তরফে এমনটাই জানান হয়েছে। এই বিষয়ে পূর্ব রেল জানাচ্ছে, সকাল ৯টা থেকে শিয়ালদা ডিভিশনের দক্ষিণ শাখায় ট্রেন চলাচল শুরু হয়েছে। এছাড়া শিয়ালদা ডিভিশনের অন্য সমস্ত সেকশনেও ট্রেন পরিষেবা স্বাভাবিক দিনের মতোই আবারও চালু করা গিয়েছে। একটা সময় জানা গিয়েছিল, সোমবারও শিয়ালদা ডিভিশনে বাতিল থাকতে পারে একাধিক ট্রেন। ডায়মন্ড হারবার, নামখানা, ক্যানিং, বজবজ, হাসনাবাদ, মাঝেরহাট, হাসনাবাদ, বনগাঁ সহ একাধিক লাইনে একগুচ্ছ ট্রেন বাতিল করা হতে পারে বলে শোনা যাচ্ছিল। যদিও পরবর্তীতে পূর্ব রেল স্বাভাবিক পরিষেবা শুরু হয়েছে বলে জানিয়ে দেয়। ঘূর্ণিঝড় রিমেলের দুর্যোগের জেরে রবিবার রাত ১১টার পর থেকেই কার্যত থমকে যায় শিয়ালদা দক্ষিণ শাখার লোকাল ট্রেন পরিষেবা। শিয়ালদা দক্ষিণ শাখায় বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে ট্রেনগুলি। এমকী সোমবার সকালেও একাধিক ট্রেনগুলিকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। প্রাথমিকভাবে সকাল ৬টা পর্যন্ত ট্রেন বন্ধ থাকবে বলে শোনা গিয়েছিল। কিন্তু শিয়ালদা দক্ষিণ শাখায় একাধিক জায়গায় গাছ ভেঙে পড়ে লাইনের উপরে। যার জেরে সকাল ৬টাতেও ট্রেন চাালান সম্ভব হয়নি। পরবর্তীতে জানা যায় সকাল ৯টা নাগাদ চালু হতে পারে পরিষেবা। তারপরেই রেলের তরফে পরিষেবার শুরু হয়েছে বলে জানিয়ে দেওয়া হয়। এদিকে বিভিন্ন স্টেশনে ট্রেন দাঁড়িয়ে পড়ায় বহু মানুষকে স্টেশনে বা ট্রেনেই রাতটা কাটাতে হয়। রাতে খাওয়াদাওয়া সেভাবে পাওয়া যায়নি বলেও কেউ কেউ অভিযোগ করছেন। সবচেয়ে বেশি হয়রানির মধ্যে পড়তে হয় দূরের যাত্রীদের। আবার যাঁদের আজ সোমবার সকালে নিজ নিজ কর্মস্থলে কাজে যোগ দেওয়ার কথা, দুর্ভোগের মুখে পড়েন তাঁরাও। বিভিন্ন স্টেশনে যাত্রীদের ভিড় থাকলেও, চলেনি ট্রেন। ফলে নির্দিষ্ট সময়ে কাজে যোগ দিতে পারেননি বহু যাত্রীই। তবে রেল পরিষেবা চালু হলেও, ভোগান্তি মেট্রোতে।