রবিবার রাতেই ল্যান্ডফল করেছে সাইক্লোন রিমেল। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় গতকাল থেকেই চলছে ঝড়-বৃষ্টি। সঙ্গে দমকা হাওয়ার দাপট। জেলায় জেলায় জারি করা হয়েছিল সতর্কতা। এই পরিস্থিতিতে বরানগরে ভেঙে পড়ল একটি কারখানার ৭০ ফুট লম্বা ধাতব চিমনি। ক্ষতিগ্রস্থ প্রায় ৮টি গাড়ি। কার্যত দুমড়ে মুচড়ে গিয়েছে গাড়িগুলি। জানা গিয়েছে, বহুদিনের বন্ধ ছিল বেঙ্গল ইমিউনিটের ওই কারখানাটি। চিমনিটি ভেঙে পড়ে পাশের মাঠের একটি গ্যারাজের মধ্যে। এ দিন সেখানে একাধিক গাড়ির পার্কিং করা ছিল। এমন ঘটনা যে ঘটতে পারে তা ছিল সকলেরই ভাবনাতীত। সকালে খবর পেয়ে ছুটে আসেন গাড়ি মালিকরা।