দেশ

আজই দিল্লিতে নায়ডু-নীতীশ! জল্পনা তুঙ্গে

চন্দ্রবাবু নায়ডু-নীতীশ কুমারের হাতেই এখন কেন্দ্রেরর সরকার গড়ার চাবিকাঠি৷ এনডিএ শরিক হলেও চন্দ্রবাবু নায়ডু এবং নীতীশ কুমারের সঙ্গে কংগ্রেস সহ ইন্ডিয়া জোটের নেতারাও যোগাযোগ রাখছেন বলে খবর৷ এই পরিস্থিতিতে আজ, বুধবার দিল্লি পৌঁছবেন চন্দ্রবাবু নায়ডু এবং নীতীশ কুমার৷ যদিও ভোটের ফল প্রকাশের পর চন্দ্রবাবু নায়ডু জানিয়ে দিয়েছেন, তিনি এনডিএ-র সঙ্গেই আছেন৷ নীতীশ নিজে কিছু না বললেও তাঁর দল জেডিইউ এনডিএকে সমর্থনের কথাই জানিয়েছে৷ লোকসভা নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও ম্যাজিক ফিগার পার করেছে এনডিএ ৷ কিন্তু নায়ডু এবং নীতীশ কুমার মত বদলালেই সরকার গঠন করতে গিয়ে বিপাকে পড়বে বিজেপি৷ এই পরিস্থিতিতে গোটা দেশের নজরই এখন এই দুই নেতার দিকে৷ বিশেষত অতীতে যেভাবে তাঁরা শিবির বদলেছেন, তাতে সরকার গঠনের আগে পরে নতুন কোনও নাটকের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না রাজনৈতিক বিশ্লেষকরা৷