দেশ

পদত্যাগ করলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক

পদত্যাগ করলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। বুধবার রাজভবনে রাজ্যপাল রঘুবর দাসের কাছে তাঁর পদত্যাগ পত্র জমা দেন।  এরফলে ওড়িশায় ২৪ বছরের বিজেডি শাসনের অবসান ঘটল। এ দিন সকাল থেকে বিজেপি সুপ্রিমোর বাসভবনে নেতা কর্মী সমর্থকরা ঐক্যবদ্ধ হলেও পদত্যাগপত্র জমা দিতে নবীনকে একাই দেখা যায়। পদত্যাগ পত্র জমা দেওয়ার পর অপেক্ষমান সাংবাদিকদের উদ্দেশ্যে শুধু হাত নেড়ে বেরিয়ে যান নবীন। প্রসঙ্গত, অষ্টাদশ লোকসভা নির্বাচনের সঙ্গেই অনুষ্ঠিত হয় ওড়িশা বিধানসভার নির্বাচন। মঙ্গলবার ঘোষিত হয় ফলাফল। দেখা যায়, ১৪৭ আসনের বিধানসভায় বিজেপি জয়লাভ করে ৭৮টি আসন। অন্যদিকে বিজেডি জেতে ৫১টি আসন। ১৪টি আসনে দখল করে কংগ্রেস, ১টি সিপিআই(এম)।