জেলা

ভোট মিটতেই মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো আবাসের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু

 আড়াই মাসের বেশি সময় ধরে চলা চব্বিশের লোকসভা নির্বাচন শেষ হয়েছে। উঠে গিয়েছে আদর্শ নির্বাচনী বিধি। এরপরই একদিকে ১০০ দিনের কাজের বিকল্প কর্মশ্রী, অন্যদিকে আবাস যোজনার টাকা দেওয়ার প্রাথমিক প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার। আবাস প্রকল্পে উপভোক্তাদের পরিষেবা দেওয়ার প্রাথমিক পর্যায়ের কাজ শুরু হয়েছে উত্তর ২৪ পরগনাতেও। গতবার চূড়ান্ত করা নামের তালিকা ধরে আবেদনকারীদের তথ্য যাচাইয়ের কাজ শুরু করতে চলেছে পঞ্চায়েত দপ্তর। আর এই কাজের জন্য নয়া একটি পোর্টালও আনছে রাজ্য। দীর্ঘদিন ধরে ১০০ দিনের কাজের ও আবাস যোজনার টাকা থেকে বাংলাকে বঞ্চিত করেছে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের মুখাপেক্ষী না হয়ে ১০০ দিনের বকেয়া টাকা ইতিমধ্যেই মিটিয়ে দিয়েছে রাজ্য সরকার। বাকি আবাসের টাকা। পাকা বাড়ি তৈরি করে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ডিসেম্বর মাস থেকে সেই টাকা দেওয়া হবে বলে ঘোষণাও করেন তিনি। বলা হয়, যেভাবে ১০০ দিনের কাজের টাকা মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে, সেভাবেই পৌঁছে যাবে আবাসের টাকাও। এই প্রকল্পে উপভোক্তাদের কাছে টাকা পৌঁছে দেওয়ার জন্য একটি নতুন পোর্টাল চালু করতে চলেছে রাজ্য সরকার। সেখানে তোলা হবে সমস্ত উপভোক্তাদের নাম, ঠিকানা ও ব্যাঙ্কের তথ্য। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ২০২২ সালের ডিসেম্বর মাসে উত্তর ২৪ পরগনা জেলায় ৫৫ হাজার উপভোক্তাকে বাড়ি তৈরির অর্থ দেওয়া হবে বলে প্রশাসনিক সম্মতি দেয় পঞ্চায়েত দপ্তর। তার ভিত্তিতে তৈরি হয়েছে উপভোক্তাদের চূড়ান্ত তালিকা। কেন্দ্রীর টিম দফায় দফায় এলাকায় এসে আবেদনকারীদের তথ্য যাচাইও করেছে। তবে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর আগে ফের তাদের বর্তমান অবস্থা যাচাই করা হবে। কারণ শেষ যাচাইয়ের পর কেটে গিয়েছে প্রায় দুই বছর। সেই সময়কালে আবেদনকারীদের অবস্থার পরিবর্তন হতে পারে। তাই সব দিক বিবেচনা করে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। আর সেই কারণে ডিসেম্বর মাসে বাড়ি তৈরির প্রথম কিস্তির টাকা ছাড়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
উপভোক্তাদের নামের তালিকা রাজ্য সরকারের নয়া পোর্টালে তোলার প্রক্রিয়া প্রাথমিকভাবে শুরু হয়েছে। এনিয়ে জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী বলেন, কেন্দ্র সরকার বাংলাকে মেরে ফেলার চেষ্টা করেছে। বাঙালিরা ফের ওদের প্রত্যাখ্যান করেছে লোকসভা নির্বাচনে। একুশের বিধানসভা নির্বাচনের পর ওরা আবাস সহ ১০০ দিনের কাজা টাকা বন্ধ করে দিয়েছে। আর এবারের নির্বাচনে ভরডুবির পর ওরা বাংলাকে যে কিছুই দেবে না, এটা আমরা নিশ্চিত। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো আবাস যোজনায় কাজের জন্য প্রাথমিক পর্যায়ের প্রক্রিয়া আমরাই শুরু করে দিয়েছি। আমাদের জেলায় ৫৫ হাজার মানুষের নাম আবাস যোজনায় রয়েছে। রাজ্য সরকারের নতুন পোর্টালের মাধ্যমে আবেদনকারীদের প্রথম পর্যায়ে টাকা দেওয়া শুরু হবে ডিসেম্বরেই।