দেশ

চন্দ্রবাবু নাইডুর শপথে অনুপস্থিত নীতীশ কুমার, কটাক্ষ বিরোধীদের

মতিগতি বোঝা ভার বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের। অনেকে তাকে পাল্টি-চাচা ও বলে ডাকে! কখন যে তিনি কার উপর সদয় হবেন আবার কখন যে পাল্টি খাবেন সে একমাত্র তিনিই জানেন। এই যেমন এনডিএ সরকার গঠনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর পাশে বসে দিব্যি খোশমেজাজে ছিলেন। আবার দেখা গেল সেই চন্দ্রবাবু নাইডুর শপথগ্রহণ অনুষ্ঠানে তিনি নেই। পাটনাতে সেদিন নিজের বাড়িতেই বসে রইলেন নীতীশ কুমার। বিষয়টি নিয়ে বিরোধী শিবির কটাক্ষ করতেও ছাড়ল না। আরজেডি নেতা ইজাজ আহমেদের মতে, যদিও এটা তাঁদের অভ্যন্তরীন বিষয়। কিন্তু একটা বিষয় পরিষ্কার করে বোঝা যাচ্ছে এনডিএ-র মধ্যে সবকিছু ঠিকঠাক চলছে না। ফাটল দেখা গিয়েছে। কংগ্রেস মুখপাত্র জ্ঞান রঞ্জনের মতে, ইন্ডিয়া জোটকে আক্রমণ করার আগে নিজেদের ঘর দেখুন এনডিএ। যদিও বিজেপির জাতীয় মুখপাত্র গুরু প্রকাশ বলেন, বিষয়টি নিয়ে ইন্ডিয়া জোট অহেতুক জলঘোলা করছে। নতুন করে যাতে কোনও বিতর্ক তৈরি না হয় সেজন্যেই নীতীশ সেদিনের শপথগ্রহণ অনুষ্ঠানে ছিলেন না।