কলকাতা

জিয়াগঞ্জ: শনিবার শহরজুড়ে বিজেপির বিক্ষোভ কর্মসূচি

কলকাতা: দশমীর দিন জিয়াগঞ্জে একই পরিবারের তিন সদস্যের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। মৃত বন্ধু প্রকাশ পাল স্থানীয় একটি স্কুলের শিক্ষকের পাশাপাশি RSS কর্মীও ছিলেন।এই ঘটনা প্রকাশ্যে আসতেই রাজনৈতিক তৎপরতা শুরু করেছে বিজেপি। বৃহস্পতিবার এই নিয়ে সংবাদমাধ্যমের সামনে গভীর উদ্বেগ প্রকাশ করেন রাজ্যপাল জগদীপ ধনখড়ও। অন্যদিকে RSS-এর দাবি নিহত স্কুল শিক্ষক তাঁদের সংগঠনের সদস্য ছিলেন। সেদিনই বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার এই হত্যাকাণ্ডে রাজ্যের বুদ্ধিজীবীদের নীরবতা নিয়ে প্রশ্ন তোলেন।জিয়াগঞ্জের ঘটনাকে সামনে রেখে এবার দিল্লিতে রাষ্ট্রপতি থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ হবে বিজেপি। গোটা ঘটনা জানানো হবে রাষ্ট্রপতির কাছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে কথা বলবে তারা। অন্যদিকে শনিবার জিয়াগঞ্জ হত্যাকাণ্ডের প্রতিবাদে রাস্তায় নামতে চলেছে রাজ্য বিজেপি। এদিন তাঁদের একাধিক বিক্ষোভ কর্মসূচি রয়েছে।শনিবার এই ঘটনাতেই প্রতিবাদ মিছিল করে গান্ধীমূর্তির পাদদেশে পৌঁছবে বিজেপি। সেখানেই চলবে প্রতিবাদ সভা। এরপর যাবেন রাজ্যপালের কাছেও। ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার না করায় রাজ্য প্রশাসনের বিরুদ্ধেই সরব হয়েছে তারা। পুজোর মধ্যে রাজ্যের একাধিক মৃত্যুর ঘটনাকে হাতিয়ার করে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়েও প্রশ্ন তুলেছে রাজ্য বিজেপি। পর পর বিজেপি কর্মীদের মৃত্যুতে অভিযোগের তীর গিয়েছে পাল্টা রাজ্য প্রশাসনের দিকেই। কাজেই গোটা ঘটনায় কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপও চাইছে বিজেপি।