শীঘ্রই ‘সি ক্রুজ’ শুরু হতে চলেছে দিঘায়। এখনও দিনক্ষণ চূড়ান্ত না হলেও দ্রুত দিঘায় ‘সি ক্রুজ’ পরিষেবা চালু করতে চাইছে দিঘা-শংকরপুর উন্নয়ন কর্তৃপক্ষ। ইতিমধ্যে সেই লক্ষ্যে অনেকটা এগিয়ে যাওয়া হয়েছে। ফিটনেস সার্টিফিকেট এসে গেলেই পরিষেবা শুরু করে দেওয়া হতে পারে। যদিও সরকারিভাবে আপাতত কিছু জানানো হয়নি। সূত্রের খবর, ‘সি ক্রুজ’ থেকে দিঘার সূর্যোদয় এবং সূর্যাস্তের উপভোগ করতে পারবেন পর্যটকরা। দুটি বাতানুকূল এসি ডেক আছে। আপাতত যা পরিকল্পনা আছে, তাতে ওই ‘সি ক্রুজ’-র দুটি ডক মিলিয়ে মোট ৮০ জন যাত্রী থাকতে পারবেন। যাত্রীদের জন্য বিনোদনের যাবতীয় ব্যবস্থাও থাকবে। তবে কত ভাড়া পড়বে, তা এখনও নির্ধারিত হয়নি। আপাতত সেই বিষয়টি নিয়ে আলোচনা করা হচ্ছে।