দেশ

৩৭০ ধারার অবলুপ্তি নিয়ে বই লিখে নজির কিশোরীর

নয়াদিল্লি: কাশ্মীরের উপর থেকে ভারতীয় সংবিধানের ৩৭০ ধারার অবলুপ্তি নিয়ে বই লিখে ফেলল এক কিশোরী। বুধবার জাতীয় রাজধানী দিল্লিতে ওই বইয়ের উদ্বোধন করেন কেন্দ্রীয় মন্ত্রী জীতেন্দ্র সিং।গত অগস্ট মাসের পাঁচ তারিখে কাশ্মীরের উপর থেকে ভারতীয় সংবিধানের ৩৭০ এবং ৩৫এ ধারার অবলুপ্তি করা হয়। যার ফলে বিশেষ রাজ্যের মর্যাদা হারিয়েছে কাশ্মীর। একই সঙ্গে সমগ্র জম্মু-কাশ্মীর রাজ্যকে দু’টি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করে দেওয়া হয়েছে।ভারত সরকারের এই সিদ্ধান্ত নিয়ে মারাত্মক প্রভাব পড়েছে আন্তর্জাতিক মহলে। বিভিন্ন সময়ে পাকিস্তানের পক্ষ থেকে ভারতের বিরুদ্ধে নানাবিধ অভিযোগ করা হয়েছে। যদিও সর্বত্রই শেষ হাসি হেসেছে ভারত। ক্ষমতায় আসার পরে কাশ্মীরের উপর থেকে বিশেষ মর্যাদা প্রত্যাহার নিজেদের ঐতিহাসিক সাফল্য বলে দাবি করছে মোদী সরকার।এই নিয়েই মাত্র মাস দুয়েক সময়ের মধ্যে বই লিখে ফেলেছেন এক ছাত্রী। সদ্য কৈশোরে পা রাখা ওই কিশোরীর নাম অনন্যা কোহলি। ১৪ বছরের অনন্যা তার ইন দ্যা টাইমস অফ আর্টিকেল ৩৭০ বইতে তুলে ধরেছে কাশ্মীরে সেনাদের জীবন যাপনের কথা। লেখিকা অনন্যার বাবা একজন আর্মি অফিসার। সেই কারণে কাশ্মীর এবং সেখানে সেনাদের অবস্থান সম্পর্কে সম্যক জ্ঞান রয়েছে তার। কাশ্মীরে শান্তি ফেরাতে সংবিধানের ৩৭০ ধারার অবলুপ্তি কেন প্রয়োজন ছিল তা বইতে লেখা হয়েছে বলে জানিয়েছে লেখিকা অনন্যা কোহলি। বুধবার অনন্যার লেখা বইয়ের উদ্বোধন করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জীতেন্দ্র সিং। তিনি বলেন, “কাশ্মীর উপর থেকে ৩৭০ ধারার অবলুপ্তি একটা নজিরবিহীন সিদ্ধান্ত। যা আমাদের সকলের কাছেই স্মরণীয় হয়ে থাকবে।” সেই সঙ্গে তিনি আরও বলেছেন, “গত দুই মাসে আমি সমগ্র দেশ ঘুরেছি। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম এবং উত্তর-পূর্ব সব জায়গাতেই গিয়েছি। সকল স্থানের ভারতীয়রা ৩৭০ ধারার অবলুপ্তি উদযাপন করেছে।”