দেশ

‘যোদ্ধারা ফিরেছেন’, সংসদের প্রথম দিনে ছবি পোস্ট মহুয়া মৈত্রের

লোকসভা ভোট ২০২৪ এর পর প্রথম সংসদের অধিবেশন শুরু হল আজ ২৪ জুন। সংসদের প্রথম দিনেই সাংসদদের শপথ পাঠ হয়। আর এবারের লোকসভা ভোটে কৃষ্ণনগর থেকে জিতে ফের একবার সংসদে প্রবেশ মহুয়া মৈত্রের। এর আগে, ক্যাশ ফর কোয়ারি কাণ্ডে তাঁর বিরুদ্ধে অভিযোগ ঘিরে তাঁর সাংসদ পদ খারিজের ঘটনাও ঘটেছে। তবে ২০২৪ লোকসভা ভোটে জিতেই মহুয়া তাঁর এক্স প্রোফাইলের পোস্টে দুটি পর পর ছবি পোস্ট করে লেখেন,’যোদ্ধারা ফিরেছেন। ২০২৪ বনাম ২০১৯!’ বিরোধীদের মহিলা সাংসদদের কয়েক জনের সঙ্গে মহুয়া মৈত্রকে এদিন ছবি তুলতে দেখা যায়। সেই একই বিরোধী সাংসদের সঙ্গে এর আগে ২০১৯ সালের লোকসভা ভোটের পরও মহুয়া ছবি তুলেছিলেন। সেই ছবিই এদিন পোস্ট করেন তিনি। মহুয়ার ২০২৪ সালের ছবিতে দেখা যায়, রয়েছেন এনসিপি শরদ পাওয়ার গোষ্ঠীর সুপ্রিয়া সুলে, ডিএমকের কানিমোঝি, এসপির ডিম্পল যাদবরা। ২০১৯ সালের ছবিতেও মহুয়ার সঙ্গে ছিলেন সুপ্রিয়া সুলে, ডিএমকের কানিমোঝিরা। আর বিরোধী মহিলা সাংসদদের নিয়ে মহুয়ার এই ছবিতে কৃষ্ণনগরের সাংসদ ট্যাগলাইনে লেখেন, ‘যোদ্ধারা ফিরেছেন।’ এদিকে, সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে বাংলার এই তৃণমূল সাংসদ বলেন, ‘বিজেপি সরকার ৩০৩ থেকে ২৪০ এ পৌঁছে গিয়েছে। সংখ্যালঘু সরকার চালাচ্ছেন তাঁরা। অন্যের ভরসায় চালাচ্ছে এরা সরকার, নিজের ক্ষমতায় নয়। যাঁরা ৫৬ ইঞ্চি ছাতি দেখিয়ে ৪০০ পারের ডাক দিয়েছিলেন তাঁরা সংখ্যগরিষ্ঠাও পাননি। এর একটাই কারণ হতে পারে, যে দেশ সংবিধানকে বেছে নিয়েছে, বলেই এমনটা হয়েছে।’ ‘একদিকে বিজেপি আর আরেক দিকে সংবিধান। দেশের মানুষ সংবিধানকে বেছে নিয়েছে। আর এই বইটির থেকে বড় কিছু নয়। পরবর্তী ৫ বছর এই বইকে সামনে রেখে আমরা এগোবো।’ একথা বলেছেন মহুয়া মৈত্র। অভিযোগের সুর চড়া করে মহুয়া বলেন, দেশে ‘অঘোষিত জরুরি অবস্থা’ চলছে গত ১০ বছর ধরে। মহুয়া বলেন,’ আর এবার জনতা তার জবাব দিয়েছে।’