জেলা

এবার বিয়ের অনুষ্ঠানের আগেই মিলবে রূপশ্রীর ২৫ হাজার টাকা

রূপশ্রীর টাকা বিয়ের অনুষ্ঠানের পর পাওয়া যেত। এবার যাতে বিয়ের আগেই রূপশ্রীর  টাকা হাতে পাওয়া যায়, তার জন্য ব্যবস্থা করছে রাজ্য সরকার।  রাজ্য সরকার সাধারণ মানুষের কথা ভেবে আর্থিক ভাবে পিছিয়ে থাকা দরিদ্র পরিবারগুলিকে মেয়ের বিয়ে দেওয়ার জন্য এককালীন ভাতা দেওয়ার ব্যবস্থা করেছে। ‘রূপশ্রী’ নামের এই প্রকল্পের আওতায় বিয়ের আগে ২৫ হাজার টাকা পেতে হলে আবেদন করা আবশ্যিক। অনলাইন এবং অফলাইন দু-ভাবেই আবেদন জানানো যাবে। ‘রূপশ্রী’ প্রকল্পের জন্য আবেদন করতে চাইলে একটি ফর্ম পূরণ করতে হবে। তার সঙ্গে জমা দিতে হবে ঊপরে নানান নথিপত্র। আবেদনের ফর্ম নিকটস্থ কয়েকটি জায়গা থেকে পাওয়া যায় সহজে। অথবা আবেদনপত্র নিজেই কম্পিউটার থেকে সরাসরি ডাউনলোড করা যায়। পশ্চিমবঙ্গ সরকার ‘দুয়ারে সরকার’ অভিযানের অন্যতম কর্মসূচি হিসেবে ঠিক করেছে যে, রাজ্য সরকারের তরফে দেওয়া সমস্ত রকম প্রকল্পের আবেদন ঠিক কোন পরিস্থিতিতে রয়েছে, তা এবার জানতে পারবেন আবেদনকারী নিজেই। এর জন্য সাহায্য নিতে হবে ইন্টারনেটের। রূপশ্রী’ প্রকল্পও সেই তালিকা থেকে বাদ নেই।সরকারি অফিসারদের অনেকেরই দাবি, এতদিন আবেদন যাচাইয়ের কাজ চলত ধীরগতিতে। সেক্ষেত্রে আধিকারিকদের গাফিলতিও ছিল বলে অভিযোগ ওঠে। ফলে অনেকেরই টাকা বকেয়া পড়ে থাকছিল। শুধু তাই নয়, আবেদন করলেও আবার এই প্রকল্পের সুবিধা অনেকে পাননি বলেও অভিযোগ উঠেছিল। নতুন নির্দেশিকায় বলা হয়েছে, বিয়ের আগেই রূপশ্রীর টাকা পাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে দিতে হবে। আর যদি তা না হয় তাহলে খুব দেরি হলে বিয়ের দিনই পাত্রীর পাঠিয়ে দিতে হবে। সম্প্রতি ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে নতুন নির্দেশের বিষয়ে সব জেলা প্রশাসনকে জানিয়ে দিয়েছেন  দফতরের আধিকারিকরা।