কলকাতা

বিধানচন্দ্র রায়ের জন্মদিনে অর্ধদিবস ছুটি, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন

রাজ্য সরকারের ছুটি আগের থেকে বেড়েছে। তাতে খুশি সরকারি কর্মচারী মহল। এবার নতুন করে একটি ছুটি পেতে চলেছে। তবে সেটা পূর্ণ ছুটি নয়। অর্ধদিবস ছুটি। আগামী ১ জুলাই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের জন্মদিবস। প্রত্যেক বছর এই দিনটি রাজ্যে ‘ডক্টর দিবস’ হিসেবে পালন করা হয়। সেই উপলক্ষ্যেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে , সোমবার দুপুর ২ টোর পর সমস্ত রাজ্যসরকারি অফিস বন্ধ হয়ে যাবে। প্রত্যেক বছর ১ জুলাই রাজ্যের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা যুগান্তকারী চিকিৎসক বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী পালিত হয়। সেই দিনটিকে স্মরণ করে এবার ‘‌চিকিৎসক দিবস’‌ পালন করবে রাজ্য সরকার। একই সঙ্গে বিধানচন্দ্র রায়ের জন্মদিনে রাজ্যের সরকারি অফিসগুলিকে অর্ধদিবস ছুটির ঘোষণাও করা হয়েছে। যা প্রকাশ্যে আসতেই সরকারি কর্মী মহলে খুশির হাওয়া বইতে শুরু করেছে। আজ, বুধবার রাজ্যের মন্ত্রিসভার বৈঠক ছিল। সেখানে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রস্তাবে রাজি হয়েছেন। তারপরই নবান্ন থেকে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। ওই দিন চিকিৎসকদের সঙ্গে মুখ্যমন্ত্রী মিলিত হতে পারেন। এমন একটা সম্ভাবনা আছে। তবে এখনও বিষয়টি চূড়ান্ত হয়নি। ওই দিন কোনও নতুন প্রকল্প ঘোষণা হবে কিনা তাও নিশ্চিত নয়। তবে এক্স হ্যান্ডেলে তিনি সব চিকিৎসককে শুভেচ্ছা জানাবেন এবং বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী নিয়ে নতুন প্রজন্মকে কিছু বার্তা অবশ্যই দেবেন। বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী উপলক্ষ্যে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আর এই বিষয়টি নিয়ে রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, রাজস্ব বিভাগ ছাড়া রাজ্যের বাকি সমস্ত দফতর ১ জুলাই দুপুর ২টো থেকে বন্ধ হয়ে যাবে। সুতরাং সপ্তাহের শুরুর দিনটিতেই অর্ধদিবস ছুটি পেতে চলেছেন সরকারি কর্মীরা। ১ জুলাই সোমবার পড়েছে।