দেশ

হাথরসকাণ্ড প্রশাসনিক গাফিলতি, আহত ও মৃতদের পরিবারের সঙ্গে দেখা করে মন্তব্য রাহুল গান্ধির

হাথরসে পদপিষ্টে আহত ও মৃতদের পরিবারের সঙ্গে দেখা করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। শুক্রবার রাহুল মৃতদের পরিজনদের সঙ্গে দেখা করে তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন ৷ ইতিমধ্যেই ওই ঘটনায় পদপিষ্ট হয়ে মৃতদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২১, যা নিয়ে দেশজুড়ে চলছে রাজনৈতিক চাপানউতোর ৷ রাহুল স্বজনহারাদের কথা শুনে বলেন, “আমি রাজনৈতিকভাবে এখানে কিছু বলতে চাই না ৷ তবে, প্রশাসনিক গাফিলতি রয়েছে ৷” মঙ্গলবার, ২ জুলাই বিকেল ৩টে নাগাদ এই মর্মান্তিক ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের হাথরস জেলায় একটি সৎসঙ্গের অনুষ্ঠানে ৷ এরপর হাথরসের ওই ধর্মীয় অনুষ্ঠানে একের পর এক অনিয়মের অভিযোগ উঠেছে । স্থানীয় প্রশাসন ৮০ হাজার জনের জমায়েতে অনুমোদন দিলেও জানা যাচ্ছে, ঘটনার দিন উপস্থিত ছিলেন আড়াই লাখেরও বেশি মানুষ। হাথরস পদপিষ্ট হওয়ার ঘটনায় ইতিমধ্যেই দু’জন মহিলা সহ ৬ জন সেবাদারকে গ্রেফতার করেছে পুলিশ ৷ এই ঘটনার প্রধান আয়োজক বেদপ্রকাশ মধুকর পলাতক, এমনটাই জানিয়েছেন পুলিশের শীর্ষকর্তা ৷ এদিন রাহুল গান্ধি মৃতদের পরিবারের সঙ্গে দেখা করার পর মৃতদের পরিবারের এক সদস্য সংবাদসংস্থা এএনআইকে জানিয়েছেন, “রাহুল গান্ধি আমাদের বলেছেন, তিনি আমাদের সাহায্য করবেন ৷ তিনি আমাদের জিজ্ঞাসা করেছিলেন, কীভাবে এমন ঘটনা ঘটল ?” এদিন ওই পরিজন আরও বলেছেন, “ঘটনার দিন প্রশাসনের আধিকারিকদের সেভাবে দেখা যায়নি ৷ মেডিক্যালের তরফে অনেক গাফিলতি ছিল ৷”