বিদেশ

ইউক্রেনের শিশু হাসপাতালে হামলা রাশিয়ার, নিহত অন্তত ২৪

যুদ্ধ মানেই নিমেষে বদলে যাওয়া জীবন। যুদ্ধ মানেই মুহূর্তে মুছে যাওয়া শৈশবকাল। নানা দেশে নানা সময়ের যুদ্ধে এই ছবিগুলো অপরিবর্তিত। রাশিয়া-ইউক্রেন যুদ্ধও তার ব্যতিক্রম নয়। সোমবার রাজধানী কিয়েভ-সহ ইউক্রেনের একাধিক জায়গায় রাশিয়ার মিসাইল হামলায় নিহত অন্তত ২৪। হামলার নিশানায় রয়েছে এক শিশু হাসপাতালও। কিয়েভের অভিযোগ, শিশু হাসপাতাল লক্ষ্য করেই ওই হামলা। আশেপাশের বহু বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। এই মুহূর্তে নিরাপত্তা সংক্রান্ত চুক্তির কারণে পোল্যান্ডে রয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেখান থেকে তাঁর হুঁশিয়ারি, এধরনের হামলার ফল ভুগতে হবে রাশিয়াকে । দুবছরেরও বেশি সময় হয়ে গেল রাশিয়ার সঙ্গে পাশের দেশ ইউক্রেনের যুদ্ধ চলছে। দুই বন্ধু দেশের টানাপোড়েনে খানিকটা নিরপেক্ষ অবস্থান নিয়ে ভারত চায়, আলোচনা, সমঝোতার মাধ্যমে যুদ্ধ থামুক। আর এই অশান্ত পরিস্থিতির মাঝে সোমবারই রাশিয়া সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । আর একই দিনে ইউক্রেনের উপর ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ। জানা গিয়েছে, কিয়েভ, নিপ্রো, স্লোভিয়ানস্ক, ক্রামাতোরস্ক, ক্রিভি রি – একাধিক শহরে হামলা চলেছে। শেষোক্ত শহরটি খোদ প্রেসিডেন্টের বাড়ি। অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। তবে ওখমাদিতের শিশু হাসপাতালের হামলার সবচেয়ে ভয়াবহ। হাসপাতালটির সমগ্র কাঠামো ভেঙে পড়েছে। সোশাল মিডিয়া পোস্টে খোদ প্রেসিডেন্ট জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে আটকে অনেকে।