প্রয়াত বিএসপি নেতা কে আমস্ট্রংয়ের পরিবারের সঙ্গে দেখা করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। পরিবারের পাশে থাকার আশ্বাসের পাশাপাশি দিলেন দোষীদের উপযুক্ত শাস্তির। স্ট্যালিনের আগে পুলিশ কমিশনার সন্দীপ রাই রাঠোর দেখা করেন আমস্ট্রংয়ের পরিবারের সঙ্গে। বিপক্ষ দলের পক্ষ থেকে ইতিমধ্যেই এই ঘটনায় সিবিআই তদন্ত দাবি করা হয়েছে। এদিন দেখা করার পর স্ট্যালিং লেখেন, দোষীরা উপযুক্ত শাস্তি পাবে। প্রসঙ্গত, ৫ জুলাই একদল দুষ্কৃতীরা চেন্নাইতে আমস্ট্রংয়ের বাড়ির সামনেই তাঁর উপর হামলা করে। এই ঘটনার জেরে ইতিমধ্যেই ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সাতটি রক্তে মাখা অস্ত্রও উদ্ধার হয়েছে।