রাশিয়া সফর শেষে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় উড়ে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের সর্বশেষ প্রধানমন্ত্রী হিসেবে ১৯৮৩ সালে অস্ট্রিয়া সফরে গিয়েছিলেন ইন্দিরা গান্ধী। প্রায় দীর্ঘ ৪১ বছর পর অস্ট্রিয়ার মাটিতে পা রাখলেন কোনও ভারতীয় প্রধানমন্ত্রী। স্থানীয় সময়, মঙ্গলবার ভোররাতে ভিয়েনায় পৌছয় মোদীর বিমান। সে দেশে পৌঁছেই মোদী সামাজিক মাধ্যমে লেখেন, “ভিয়েনায় পৌঁছলাম। এটি একটি বিশেষ সফর। একটা ভাল পৃথিবী গড়ার স্বার্থে পারস্পরিক মূল্যবোধ এবং প্রতিশ্রুতি ভাগ করে নেওয়ার মধ্য দিয়ে এক এই দুই দেশ। সামনে অনেককিছু রয়েছে। চ্যান্সেলর কার্ল নেহামারের সঙ্গে আলোচনা সহ অস্ট্রিয়ায় বিভিন্ন কর্মসূচি রয়েছে। ভারতীয় সম্প্রদায়ের মানুষদের সঙ্গে দেখা করব। ” ভারতীয় প্রধানমন্ত্রীকে স্বাদরে আমন্ত্রণ জানিয়েছে ভিয়েনা। এদিন মোদীকে স্বাগত জানানো হয় ‘বন্দে মাতারম’ গানের সঙ্গে। মোদীর জন্য এই বিশেষ গান পরিবেশন করেন অস্ট্রিয়ান শিল্পীরা। প্রধানমন্ত্রীকে নিজের দেশে স্বাগত জানিয়ে চ্যান্সেলর কার্ল নেহামার টুইট করেছেন, “ভিয়েনায় স্বাগত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অস্ট্রিয়াতে আপনাকে স্বাগত জানানো আমার কাছে আনন্দ ও সম্মানের বিষয়। অস্ট্রিয়া এবং ভারত বন্ধু এবং অংশীদার। আমাদের রাজনৈতিক ও অর্থনৈতিক আলোচনার অপেক্ষায় আছি!”