কলকাতা

লক্ষ্মী পুজোয় চড়া দামে নাভিশ্বাস আমজনতার

আজ কোজাগরী লক্ষ্মীপুজো। সমৃদ্ধির আশায় বাড়িতে বাড়িতে শুরু হয়ে গিয়েছে পুজোর আয়োজন। শনিবার মাঝরাত অর্থাত্‍ রাত ১২টা থেকে পূর্ণিমা লাগছে। বাজারেও কেনাকাটা করতে বেরিয়ে পড়েছেন সবাই। বাজারের চড়া দর এবার পুজোর বাজার করতে বেরিয়ে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। কোনও কিছুতেই যেন হাত দেওয়া যাচ্ছে না। চড়া দর হাঁকছেন বিক্রেতারা। আলু (চন্দ্রমুখী) ২০ টাকা, বেগুন ৮০ টাকা, ঢেঁড়শ ৬০ টাকা, কুমড়ো ৩০ টাকা। ফুলকপি জোড়া (ছোট) ৫০ টাকা, ফুলকপি জোড়া (বড়) ১০০ টাকা, পটল ৪০ টাকা, গাজর ১০০ টাকা, বাঁধাকপি প্রতি পিস ৫০ টাকা, আদা কেজি ২২০ টাকা, লঙ্কা কেজি ১২০ টাকা, শিম ১০০ টাকা, ঝিঙে ৬০ টাকা, বিনস ১৫০ টাকা। ফলের মধ্যে কমলালেবু এবং মুসম্বি লেবু পার পিস ২০ টাকা করে। শসা ৮০ টাকা কিলো। ন্যাসপাতি, পেয়ারা ১০০ টাকা করে কিলো। আঙুর ৩০০ টাকা। বেদানা ১৮০ টাকা, পানিফল ১০০ টাকা, মর্তমান কলা ১ ডজন ৬৫ টাকা, কাঁটালি কলা ১ ডজন ৪০ টাকা। আপেল ছুঁয়েছে ১২৫ টাকা কেজি। লক্ষ্মীপুজোর বাঁধাধরা উপকরণ নারকেল বিক্রি হচ্ছে ৪০-৮০ টাকায় (আকার অনুযায়ী)। অন্যদিকে ফুলের বাজারেও একই অবস্থা। গাঁদা ফুলের বড় মালা ৫০ টাকা পিস। ছোট ৩০ টাকা। রজনীগন্ধা দিয়ে গাঁথা গাঁদার ছোট মালা ১০ টাকা করে। জবার মালা ১০ টাকা ছোট। বড় মালার দাম ২৫ টাকা থেকে শুরু। ১০৮ জবার মালার দাম আরও বেশি। মালার সঙ্গে খুচরো ফুল নিতে গেলে মালা ছাড়া আলাদা করে দিতে হবে ৫০ টাকা। পদ্মের দাম পার পিস ২০ টাকা। ফলে সব মিলিয়ে বেশ অগ্নিমূল্যেই পুজোর বাজার।