জেলা

কেশপুরে একে অপরের বিরুদ্ধে আন্দোলনে নামার হুমকি তৃণমূল-বিজেপির

মেদিনীপুর: ফের উত্তপ্ত কেশপুর৷ গুলিবিদ্ধ শাসক দল তথা তৃণমূল-এর কর্মী সঞ্জয় সন্ন্যাসী (৩৫) নামে এক যুবক। ঘটনাটি ঘটেছে কেশপুর ১২ নং এলাকার কলকলি গ্ৰামে।তৃণমূল যুব কংগ্রেসের কার্যকরী সভাপতি নির্মাল্য চক্রবর্তী বলেন, ‘‘আমাদের ছেলেরা গ্ৰামে বসে সন্ধ্যায় গল্পগুজব করছিল৷ সেইসময় বিজেপির হার্মাদরা এসে আচমকা গুলিবর্ষণ শুরু করে। তার জেরে আমাদের এক কর্মী সমর্থক এর পায়ে গুলি লাগে। পরে গ্ৰাম বাসীরা এক জোট হয়ে তাড়া করলে হার্মাদরা পালিয়ে যায়।’’তিনি আরও বলেন, ‘‘আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি৷ দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছি। বিজেপি সন্ত্রাস বন্ধ না করলে আমরা বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে বিজেপি মোকাবিলা করব। আহত ব্যক্তিকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়েছে। অন্যদিকে, পশ্চিম মেদিনীপুরের কেশপুরের বিজেপি নেতা তন্ময় ঘোষকে গ্রেফতার করার প্রতিবাদে সোমবার থেকে গোটা ঘাটাল সাংগঠনিক জেলা জুড়ে আন্দোলনে নামতে চলেছে বিজেপি। মেদিনীপুর কোতোয়ালী থানায় ধৃত তন্ময় ঘোষের সঙ্গে সাক্ষাৎ করার পর এমনটাই জানালেন জেলা বিজেপির মহিলা নেত্রী অন্তরা ভট্টাচার্য্য।তিনি অভিযোগ করেন, পুলিশ নিয়ম বহির্ভূতভাবে বিজেপি তন্ময় ঘোষকে গ্রেফতার করেছে। এমনকি গ্রেফতার করার পর কোথায় রাখা হয়েছে সেটাও জানাতে চায়নি পুলিশ। পরবর্তী সময়ে জানা যায় তন্ময় ঘোষকে কেশপুর থানার আমড়াকুচি থেকে গ্রেফতার করে কোতোয়ালী থানায় এনে রাখা হয়েছে। তাই পুলিশের এই অগনতান্ত্রিক কার্যকলাপের বিরুদ্ধে সোমবার থেকেই বৃহত্তর আন্দোলনে নামবে বিজেপি।