জেলা

আবগারি দফতরের অভিযানে উদ্ধার কয়েশো লিটার চোলাই মদ

মেদিনীপুর: চোলাই তৈরির কারখানায় অভিযান চালাল আবগারি দফতর। ঘাটালের মনসুকা, দীর্ঘগ্রাম সহ বেশ কয়েকটি জায়গায় অভিযান চালায় আবগারি দফতরের কর্মীরা। পশ্চিম মেদিনীপুর জেলা আবগারি দফতরের সুপারিনটেনডেন্ট একলব্য চক্রবর্তী আবগারি দফতরের কর্মী, অফিসারদের নিয়ে বাড়ি বাড়ি অভিযান চালায়।আবগারি দফতর সূত্রে খবর, কয়েকশো লিটার চোলাই মদ সহ মদ তৈরির কাঁচামাল নষ্ট করেছে আবগারি দফতরের কর্মীরা। বাজেয়াপ্ত করা হয় চোলাই তৈরির সরঞ্জাম। চোলাই মদ তৈরির সঙ্গে যুক্ত কোন ব্যক্তিকে আটক করতে পারেনি আবগারি দফতর। অনেকদিন ধরে এই অভিযোগ আসছিল জেলা আবগারি দফতরে। এতো দিন ধরে কীভাবে এই ব্যবসা চালানো হচ্ছিল তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। দুষ্কৃতীদের কাছে আগের থেকেই খবর ছিল বলে অনুমান করা হচ্ছে। কাজেই তারা ঘটনাস্থল থেকে আগেই চম্পট দেয়।