দেশ

আজই আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষদিন, না করলেই জরিমানা!

আজই আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষদিন ৷ ব্যক্তিগত আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ৩১ জুলাই, বুধবার । যদিও, করদাতাদের মধ্যে আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানো হবে বলে জল্পনা রয়েছে ৷ তবে আয়কর দফতরের তরফে এখনও পর্যন্ত তেমন কোনও ইঙ্গিত মেলেনি । গত বছরও আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা না বাড়ানোয় বিপুল সংখ্যক করদাতা সমস্যায় পড়েছিলেন । যদিও, সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও করদাতারা আয়কর রিটার্ন জমা করতে পারেন ৷ তবে সে ক্ষেত্রে তাঁকে বেশ কিছু সুবিধা থেকে বঞ্চিত হতে হবে, দিতে হবে জরিমানাও ৷ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট চিরাগ চৌহান তাঁর এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, আপনি যদি ৩১ জুলাইয়ের মধ্যে আয়কর রিটার্ন জমা দিতে ব্যর্থ হন, তাহলে এই বছর গুরুতর পরিণতি হতে পারে ৷

1) পুরানো কর ব্যবস্থায় আয়কর রিটার্ন জমা দেওয়া য়াবে না: ৩১ জুলাইয়ের মধ্যে আয়কর রিটার্ন জমা দিলে পুরানো কর ব্যবস্থার (Old TAX Regime) কর ছাড়ের সুবিধা পাবেন করদাতারা ৷ কিন্তু, এই সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও করদাতারা তাঁদের আয়কর রিটার্ন জমা দিতে পারেন ৷ তবে, সে ক্ষেত্রে নতুন কর ব্যবস্থাতেই (New TAX Regime) আয়কর রিটার্ন জমা দিতে হবে করদাতাকে ৷ এ ক্ষেত্রে বেড়ে যেতে পারে মোট প্রদেয় করের অঙ্ক, কমে যেতে পারে আয়কর ছাড়ের পরিমাণ ৷

2) লেট ফি এবং জরিমানা: আপনি যদি ৩১ জুলাইয়ের মধ্যে আইটিআর ফাইল করতে না পারেন, সে ক্ষেত্রে আয়কর আইনের 234F ধারায় ৫০০০ টাকা ‘লেট ফাইলিং ফি’ দিতে হতে পারে । যদি আপনার আয় ৫ লক্ষ টাকার বেশি না হয়, সে ক্ষেত্রে এই ‘লেট ফাইলিং ফি’ ১০০০ টাকা দিতে হবে । আয়কর আইনের 234A ধারা অনুযায়ী, নির্ধারিত তারিখ থেকে বকেয়া করের পরিমাণের উপর প্রতি মাসে 1 শতাংশ হারে সুদ নেওয়া হবে ৷

3) লাভ বা আয়ের তুলনায় লোকসানের সামঞ্জস্যবিধানের সুযোগ নেই: যদি আপনি শেয়ারমার্কেট, মিউচুয়াল ফান্ড, সম্পত্তি বা আপনার নিজের ব্যবসার মতো উৎস থেকে ক্ষতির সম্মুখীন হন, ওই ক্ষতির পরিমাণকে পরবর্তী বছরে আপনার আয়ের সাপেক্ষে সেগুলি অফসেট করার বা সামঞ্জস্যবিধানের সুযোগ থাকে ৷ এই সুযোগ পরবর্তী বছরগুলিতে আপনার আয়করের দায় যথেষ্ট পরিমাণে হ্রাস করতে সাহায্য করে । তবে, যদি আপনি নির্ধারিত মেয়াদের (৩১ জুলাইয়ের মধ্যে) মধ্যে আইটিআর ফাইল করতে না পারেন, সে ক্ষেত্রে আপনি এই ক্ষতিগুলিকে পরবর্তী বছরে অফসেট করার বা সামঞ্জস্যবিধানের সুযোগ পাবেন না । সুতরাং, সময় থাকতে নির্ধারিত মেয়াদ বা ৩১ জুলাইয়ের মধ্যে আইটিআর ফাইল করে ফেলুন ৷