দেশ

এয়ার ইন্ডিয়ার বিলগ্নিকরণের আগেই গণ ইস্তফা পাইলটদের

এয়ার ইন্ডিয়া বিলগ্নিকরণের আগেই গণ ইস্তফা পাইলটদের। বেতন বৃদ্ধি এবং প্রোমোশনের দাবিতে ইস্তফা বলে জানা গিয়েছে। কমপক্ষে ১২০ জন এ-৩২০ এয়ারবাসের পাইলট তাদের ইস্তফা পত্র জমা দিয়েছেন। দাবি নিয়ে ম্যানেজমেন্ট রাজি না হওয়াতেই ইস্তফার সিদ্ধান্ত। সরকার ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে তাদের হাতে থাকা এয়ার ইন্ডিয়ার শেয়ার বিক্রি করে দেওয়া হবে। প্রায় ৬০ হাজার কোটির ঋণে ডুবে রয়েছে এয়ার ইন্ডিয়া। সম্প্রতি ইস্তফা দেওয়া এয়ার ইন্ডিয়ার এক পাইলট বলেছেন, এয়ার ইন্ডিয়া ম্যানেজমেন্টের উচিত তাদের অভিযোগ শোনা। দীর্ঘদিন ধরেই বেতন বৃদ্ধি এবং প্রোমোশনের দাবি জানিয়ে আসছেন তাঁরা। এই পাইলটের দাবি, ঋণের দায় তাঁদের ঘাড়ে গিয়েও পড়েছে। নির্দিষ্ট সময়ে তাঁরা বেতন তুলতে পারছেন না। কম বেতনে পাঁচ বছরের জন্য নেওয়া হয়েছিল এইসব পাইলটদের। অভিজ্ঞতা বৃদ্ধির পর তাঁরা বেতন বৃদ্ধি এবং প্রোমোশনের দাবি তোলেন। কিন্তু কিছুই হয়নি।