দেশ

জীবনবিমা-ওষুধের উপর GST প্রত্যাহারের দাবি, বক্তব্যের মাঝে মাইক বন্ধের অভিযোগে সংসদে ওয়াকআউট তৃণমূলের

জীবন বিমা এবং ওষুধের উপর GST বসানোর প্রতিবাদ জানিয়ে সংসদে সরব তৃণমূল কংগ্রেস। শুক্রবার তৃণমূলের সাংসদরা এই মর্মে সুর চড়ান। বক্তব্যের মাঝে মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ তোলেন সংসদীয় দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। এরপরই লোকসভা থেকে ওয়াকআউট করেন করেন তৃণমূল সাংসদরা। সংসদ চত্বরের বাইরে এ দিন স্লোগান দিতে শোনা যায় সংসদীয় দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র, প্রসূন বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষদের। তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘জীবন বিমা এবং ওষুধের উপরে ১৮ শতাংশ GST প্রত্যাহার করতে হবে। মুখ্যমন্ত্রী এই বিষয়টি দেশের কাছে তুলে ধরেছেন। আমরা দাবি জানিয়েছি, অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে সংসদে আসতে হবে। আজ দু’বার মাইক বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের ওয়েলে নামতে হয়েছে। আমাদের দাবি স্পষ্ট। জীবনবিমার প্রিমিয়াম এবং ওষুধের উপরে GST প্রত্যাহার নিয়ে আশ্বাস দিতে হবে এবং দ্রুত এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে।’ এই ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। তিনি এক্স হ্যান্ডলে পোস্ট করে লেখেন, ‘ভারত সরকারের কাছে আমাদের দাবি, মানুষের স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয়তার ভিত্তিতে জীবনবিমা এবং স্বাস্থ্যবিমার প্রিমিয়াম থেকে GST প্রত্যাহার করা হোক। সরকার জনবিরোধী GST প্রত্যাহার না করলে আমরা রাজপথে নামতে বাধ্য হব।’