জম্মু – কাশ্মীর: সম্প্রতি ২ হিজবুল মুজাহিদিন জঙ্গিকে গ্রেপ্তার করেছে কাশ্মীর পুলিশ। কিন্তু তা সত্ত্বেও দীপাবলির আগে স্বস্তির হাওয়া বইছে না ভূস্বর্গে। সম্প্রতি গোয়েন্দাদের কাছে খবর এসেছে, জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে জম্মু-শ্রীনগর হাইওয়েতে। সেই কারণে হাইওয়ে ও তার আশপাশের অঞ্চল নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে।সংবাদমাধ্যম সূত্রে খবর, সন্ত্রাস ছড়ানোর জন্য জঙ্গিরা নতুন পন্থা নিয়েছে। সেনা ছাউনির উপর আক্রমণ চালানোর পাশাপাশি হাইওয়েগুলোকে টার্গেট করেছে তারা। কারণ নিত্য এইসব রাস্তা দিয়ে বহু সরকারি আমলাদের গাড়ি যাতায়াত করে। এছাড়া সাধারণ মানুষও যাতায়াতের জন্য হাইওয়ে বেছে নেয়। তাই দীপাবলির আগে হাইওয়েকেই টার্গেট করেছে জঙ্গিরা। সূত্রের খবর, হামলার জন্য গাড়ি বোমা ও আইইডি মজুত করা হয়েছে জম্মু ও কাশ্মীরের একাধিক এলাকায়। পুলওয়ামার মতো হামলা যাতে ফের করা যায়, তার জন্য চেষ্টার কোনও কসুর করছে না জঙ্গিরা।গোয়েন্দা সূত্রে খবর, এই পরিকল্পনা সম্পূর্ণভাবে লস্কর-ই-তইবার মস্তিষ্কপ্রসূত। একাধিক জঙ্গিগোষ্ঠীর সঙ্গে মিলে হামলার ছক কষছে তারা। এও জানা গিয়েছে, সম্প্রতি লস্কর-ই-তইবা, হিজবুল মুজাহিদিন ও জইশ-ই-মহম্মদের মধ্যে এনিয়ে আলোচনা হয়। জম্মু-শ্রীনগর হাইওয়ে ছাড়া দেশের বেশ কয়েকটি জায়গায় হামলার ছক কষছে তারা। এছাড়া কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্বও রয়েছে তাদের হিটলিস্টে। সেইসব রাজনীতিবিদদের হত্যার ষড়যন্ত্রও করছে তারা।