জেলা

আদিবাসী নাবালিকাকে চকোলেটের প্রলোভন দেখিয়ে শ্লীলতাহানি, গ্রেফতার প্রতিবেশী বৃদ্ধ 

 আরজি কর-কাণ্ডে এখনও তদন্ত শেষ হয়নি । চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনায় রাজ্য-সহ দেশ ও দেশের বাইরেও চলছে প্রতিবাদ আন্দোলন । এই পরিস্থিতিতেই এক আদিবাসী নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ উঠল প্রতিবেশী এক বৃদ্ধের বিরুদ্ধে । এই ঘটনায় শনিবার রাতে তীব্র চাঞ্চল্য ছড়ায় আসানসোলের সালানপুর থানার ডাবর গ্রামে । গ্রামবাসীরা শনিবার ওই বৃদ্ধের বাড়িতে চড়াও হন । খবর পেয়ে সালানপুর থানার পুলিশ গিয়ে অভিযুক্তকে গ্রেফতার করেছে । ঘটনার সূত্রপাত চারদিন আগে । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সালানপুর থানার ডাবর গ্রামের তৃতীয় শ্রেণির এক আদিবাসী ছাত্রী টিউশনে যাওয়ার সময় প্রতিবেশী এক বৃদ্ধ নাকি তাকে চকোলেট, বিস্কুট দেওয়ার নানা প্রলোভন দেখিয়ে একটি মন্দিরে ডেকে নিয়ে যেত । তারপর ওই নাবালিকাকে বৃ্দ্ধা শ্লীলতাহানি কর‍ত বলে অভিযোগ । তিনদিন ধরে এই ঘটনা চলার পর গতকাল ওই ছাত্রী তার বান্ধবীকে বিষয়টি জানায় । এরপর সেই বান্ধবী টিউশনের শিক্ষিকাকে পুরো ঘটনা জানায় । শিক্ষিকাই ছাত্রীর পরিবারকে বিষয়টি জানান । পরিবারের লোকেরা একথা জানতে পেরে শনিবার রাতে চড়াও হন ওই বৃদ্ধের বাড়িতে । উত্তেজিত প্রতিবেশী ও গ্রামবাসীরাও অভিযুক্ত বৃদ্ধের বাড়ি ঘেরাও করেন । খবর পেয়ে সালানপুর থানা থেকে বিরাট পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায় । ওই বৃদ্ধকে গ্রামবাসীদের কাছ থেকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয় । এরপর রাতে নাবালিকার পরিবারের পক্ষ থেকে সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়িতে ওই বৃদ্ধের বিরুদ্ধে নাবালিকাকে শ্লীলতাহানির লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ ওই অভিযুক্তকে গ্রেফতার করে । রবিবার সকালে তাঁকে আসানসোল আদালতে তোলা হয় । সালানপুর থানার পুলিশ জানিয়েছে, ওই নাবালিকার পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গিয়েছে । সেই অভিযোগের ভিত্তিতেই বৃদ্ধকে গ্রেফতার করা হয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । নাবালিকার ডাক্তারি পরীক্ষার করা হয়েছে ।