বিনোদন

আরজি কর কাণ্ডে ফের রাত দখল, শ্যামবাজারে ঋতুপর্ণাকে ঘিরে ‘গো ব্যাক স্লোগান’

শ্যামবাজারে রাত দখল কর্মসূচিতে গিয়ে বিক্ষোভের মুখে ঋতুপর্ণা সেনগুপ্ত। এহেন আবহে শ্যামবাজারে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিক্ষোভের মুখোমুখি হলেন অভিনেত্রী ঋতুপর্ণা ঘোষ। এদিন তাঁকে ঘিরে দেওয়া হয় ‘গো ব্যাক’ স্লোগান। এবং কোনওক্রমে তিনি নিজের গাড়িতে উঠলেও গাড়ির উপরে সজোরে আঘাত করা হয়। বাধ্য হয়েই এলাকা ছাড়ে অভিনেত্রীর গাড়ি। শ্যামবাজারে তাঁকে লক্ষ্য করে ‘গো ব্যাক’ স্লোগান দিতে দিতে তাঁর গাড়িতেও হামলা চালানো হয় বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে সরব হন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্ত্তী। তিনি তাঁরা সোশ‍্যাল মিডিয়াতে লেখেন, ‘আপনারা তাঁর অবস্থান পছন্দ করেন না। তাঁর সংহতি দেখানো ভিডিও অপচ্ছন্দ করতেই পারেন। খুব ভাল। আপনারা তাঁকে “গো ব্যাক” স্লোগান দিয়েছে। মেনে নিলাম। সবকিছু মেনে নিয়ে তিনি সেই জায়গা ছেড়ে চলে যান। কিন্তু গাড়ির ভেতরে বসে থাকা অবস্থায় তাঁর গাড়ির কাঁচের দরজা ধাক্কা দিচ্ছে? এটা কতটা ভয়াবহ!! আমি এই ঘটনার নিন্দা জানাই। আপনারা কি ভুলে গেছেন যে আপনারা মহিলাদের জন্য রাত দখল করতে রাস্তায় এসেছিলেন? আপনারা কি ভুলে গেছেন যে একজন নারীর মৌলিক মর্যাদা, সম্মান এবং মানুষ হিসেবে অধিকার নষ্ট করার জন্য আপনারা সবাই বিচার চাইতে রাস্তার নেমেছেন? আপনারা কীভাবে এটা করতে পারেন? প্রিয় কলকাতাবাসী, আপনারা আজ ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে যা করেছেন তাঁর নিন্দা করছি।’