বিদেশ

ফের রক্ত ঝরল মায়ানমারে, জুন্টা সরকারের বিমানহানায় মৃত ১১, আহত ১১

ফের রক্ত ঝরল মায়ানমারে, শুক্রবার, জুন্টা সরকারের সামরিক বিমানহানায় এখনও পর্যন্ত ১১ জন নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। জখম হয়েছেন আরও ১১ জন। সংবাদসংস্থাকে, মায়ানমারের সংখ্যালঘু সম্প্রদায়ের পক্ষ থেকে এমনটাই জানিয়েছেন তাঁদের এক মুখপাত্র। ২০২১ সালে সেনা অভ্যুত্থানের পর থেকেই বারবার উত্তপ্ত হয়েছে পড়শি দেশ মায়ানমার। বিমান হানা থেকে দেশের নাগরিকদের উপর সেনাবাহিনীর নির্বিচারে আক্রমণের উঠেছে একাধিকবার। ট্যাং ন্যাশনাল লিবারেশন আর্মির সদস্য লি ইয়া ও জানান, ” স্থানীয় সময়ে দুপুর ১টা নাগাদ নামখামের দুটি জায়গায় বোমাবর্ষণ করা হয়।” এই বোমাবর্ষণের ফলে এখনও পর্যন্ত ১১ জন ব্যক্তির মৃত্যু হয়েছে। জখম হয়েছেন আরও ১১ জন। স্থানীয় একটি পার্টি অফিস ও ভীষণ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন তিনি। সংবাদসংস্থা সূত্রে খবর, মৃতদের মধ্যে পাঁচ জন পুরুষ, চারজন মহিলা এবং দুজন শিশু রয়েছেন।