কলকাতা

শেষ পর্যন্ত কালীঘাটে শুরু হল জুনিয়র চিকিৎসকদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক

শেষ পর্যন্ত কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে শুরু হল বহু প্রতীক্ষিত বৈঠক৷ এর আগে নবান্ন এবং গত শনিবার কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়েও বৈঠক না করেই ফিরে আসতে হয়েছিল জুনিয়র চিকিৎসকদের৷ তবে তৃতীয় বারের চেষ্টায় বরফ গলল৷ সূত্রের খবর, আজ শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর বাড়িতে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে শুরু হয়েছে রাজ্য সরকারের বৈঠক৷ আলোচনায় উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী নিজেও৷ সন্ধে ৬.৪০ নাগাদ বৈঠক শুরু হয় বলে খবর৷ জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে তিরিশ জনের প্রতিনিধি দল এ দিনের বৈঠকে যোগ দিতে গিয়েছেন৷ তাঁরা প্রত্যেকেই মুখ্যমন্ত্রীর বাড়ির ভিতরে যেখানে বৈঠকের ব্যবস্থা করা হয়েছে, সেখানে প্রবেশ করেছেন৷ তবে এ দিনের বৈঠকের কার্যবিবরণী নথিভুক্ত করার জন্য দুজন স্টেনোগ্রাফারকে নিজেদের সঙ্গে নিয়ে গিয়েছেন জুনিয়র চিকিৎসকরা৷ তাঁদেরকেও ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়েছে বলেই সূত্রের খবর৷ অন্যদিকে মুখ্যমন্ত্রী ছাড়াও রাজ্যের পক্ষ থেকে বৈঠকে অংশ নেওয়ার জন্য উপস্থিত আছেন মুখ্যসচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী, ডিজি রাজীব কুমার, স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যরা৷ এখন দেখার, বৈঠক শুরু হলেও শেষ পর্যন্ত জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতিতে তৈরি হওয়া অচলাবস্থা কাটে কি না৷