দেশ

২০২১ সালের তথ্যপ্রযুক্তি সংশোধন আইনকে অসাংবিধানিক ঘোষণা বম্বে হাইকোর্টের

মানুষের অবাধে বক্তব্য পেশ করার অধিকার আছে। কিন্তু রাষ্ট্রই কেবল সত্যিটা জানে। এটা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব নয়। তথ্যপ্রযুক্তি আইন সংশোধন প্রসঙ্গে মন্তব্য বম্বে হাইকোর্টের । সেই সঙ্গে ২০২১ সালের তথ্যপ্রযুক্তি সংশোধন আইনকে অসাংবিধানিক ঘোষণা বিচারপতি অতুল চান্দুরকারের। তাঁর মতে, নাগরিকদের অবাধে বক্তব্য পেশ করা ও মনোভাব প্রকাশ করার অধিকার আছে। কিন্তু সত্য সম্পর্কে নয়। নাগরিক কেবল সত্যটাই জানবে, সেই জন্য উপযুক্ত পদক্ষেপ করা রাষ্ট্রের দায়িত্ব নয়। এরকম দাবিও রাষ্ট্র করতে পারে না বলে তাঁর অভিমত। মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ও সংবাদ খতিয়ে দেখার জন্য কেন্দ্রীয় সরকার যাতে উপযুক্ত ফ্যাক্ট চেক ইউনিট তৈরি করতে পারে, তার জন্য বিচারপতি কিছু অভিমত রায়ে দিয়েছেন। তথ্যপ্রযুক্তি সংশোধিত আইনের কয়েকটি ধারা চ্যালেঞ্জ করে হওয়া একগুচ্ছ মামলা সূত্রে অভিমত। প্রসঙ্গত, সম্পর্কিত মামলাগুলিতে দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ আলাদা দুটি রায় দেন। দু’রকম অভিমত থাকায় তৃতীয় বিচারপতি হিসেবে চান্দুরকারের কাছে মামলাটি পেশ হয়।