কলকাতা

জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির বিরুদ্ধে মামলা, জরুরি শুনানির আবেদন খারিজ

জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা এখনও আসেনি। রাতভর দীর্ঘ জিবি বৈঠকের পরেও সিদ্ধান্ত জানাননি আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা। এরই মধ্যে চিকিৎসকদের কর্মবিরতির বিরুদ্ধে দায়ের হওয়া জনস্বার্থ মামলার জরুরি শুনানির আবেদন খারিজ করে দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এপ্রসঙ্গে আদালত জানিয়েছে, জরুরি ভিত্তিতে শুনানি সম্ভব নয়। পূজাবকাশকালীন বেঞ্চে মামলার শুনানির আবেদন জানানোর জন্য মামলাকারীকে পরামর্শ দিয়েছে ডিভিশন বেঞ্চ। উল্লেখ্য, জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি বেআইনি এবং তা সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থী। শীর্ষ আদালতের নির্দেশ অমান্য করে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা, যার ফলে প্রতিনিয়ত ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। তাই অবিলম্বে এ বিষয়ে হাইকোর্ট হস্তক্ষেপ করুক। এমনই দাবি জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলার জরুরি ভিত্তিতে শুনানির আবেদন খারিজ করল হাইকোর্ট।