দেশ

ছত্তিশগড়ের জঙ্গলে এনকাউন্টারে খতম ৩১ মাওবাদী

নকশাল-বিরোধী অভিযানে মৃত্যু হল ৩১ মাওবাদীর ৷ পুলিশ সূত্রে খবর শুক্রবার দুপুর ১টা নাগাদ ছত্তিশগড়ের অবুঝমাড়ের জঙ্গলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদীদের এনকাউন্টার শুরু হয় ৷ জায়গাটি নারায়ণপুর ও দান্তেওয়াড়ার সীমানায় অবস্থিত ৷ সূত্রের খবর গত ২০ বছরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদীদের এত বড় সংঘর্ষের ঘটনা ঘটেনি ৷ অতিরিক্ত এসপি আরকে বর্মন বলেন, “অবুঝমাড়ের জঙ্গলে এনকাউন্টার হয়েছে ৷ এখনও পর্যন্ত ৩১ জন মাওবাদীর দেহ পাওয়া গিয়েছে ৷” বস্তার রেঞ্জের আইজি সুন্দররাজ পি জানান, শুক্রবার দুপুর ১ টা নাগাদ নারায়ণপুর-দন্তেওয়াড়ার সীমানায় অবুঝামড়ে থুলথুলী এবং তেন্দুর গ্রামের মধ্যে জঙ্গলে এনকাউন্টার শুরু হয় ৷ পুলিশ জানিয়েছে, দু’তরফেই গুলিযুদ্ধ চলে ৷ দান্তেওয়াড়ার এসপি জানান, বেশ কয়েকজন মাওবাদীর মৃত্যু হয়েছে এনকাউন্টারে ৷ বস্তারের আইজিও এই বিষয়টি নিশ্চিত করেছেন ৷ সূত্রের খবর, পুলিশ তল্লাশি অভিযানে বেরিয়েছিল ৷ সে সময় জওয়ানরা অনুমান করতে পারেন অবুঝমাড়ের জঙ্গলে মাওবাদীরা লুকিয়ে রয়েছে ৷ নিরাপত্তা বাহিনী এগোতেই মাওবাদীরা গুলি চালাতে শুরু করে ৷ নিরাপত্তা বাহিনীর জওয়ানরাও পালটা জবাব দেন ৷ নারায়ণপুর ও দান্তেওয়াড়া পুলিশের যৌথ বাহিনী এনকাউন্টারের জায়গায় উপস্থিত ছিল ৷ দু’পক্ষের মধ্যে গুলিযুদ্ধ হয় ৷ পুলিশের উচ্চাধিকারিকরাও ঘটনার দিকেই নজর রাখছেন ৷ দান্তেওয়াড়ার এসপি গৌরব রাই বলেন, “দান্তেওয়াড়া ও নারায়ণপুর সীমানায় মাওবাদী এনকাউন্টার হয়েছে ৷ বেশ কয়েকজন মাওবাদীর মৃত্যু হয়েছে ৷ মৃতদেহ গুলি উদ্ধার করা হয়েছে ৷” তিনি আরও জানিয়েছেন, ঘটনাস্থল থেকে একাধিক অস্ত্র পাওয়া গিয়েছে ৷ তার মধ্যে একে-৪৭ আছে ৷ একটি এসএলআর আছে ৷ এখনও এলাকায় তল্লাশি চলছে ৷ চলতি বছরে বস্তারের সাতটি জেলায় এনকাউন্টারে নিরাপত্তাবাহিনী এখনও পর্যন্ত ১৬৪ জন মাওবাদীকে নিকেশ করেছে ৷