জেলা

বিচারের আশায় প্রতিবাদ, পুজোর দিনগুলিতে ধর্নায় বসবেন আরজি করের নির্যাতিতার মা-বাবা

পুজোর চারদিন তাই নিজেদের বাড়িতে বিচারের দাবিতে ধর্নায় বসার সিদ্ধান্ত নিলেন আরজি করের নির্যাতিতার মা-বাবা। নির্যাতিতার মা রবিবার জানান, গত দু’বছর বাড়িতেই দুর্গাপুজোর আয়োজন করা হতো। মেয়ের আবদারেই বাড়িতে পুজোর আয়োজন করা হয়। যাঁর উদ্যোগে এই পুজোর আয়োজন করা হয়েছিল। সেই তো নেই। সেই কারণে, এ বছর পরিবারের সদস্যদের সঙ্গেই একটু অন্যভাবে পুজোর চারটে দিন কাটাতে চাইছেন তাঁরা। নির্যাতিতার বাবা বলেন, ‘বাড়িতে চার দিন পুজো হতো। খুবই আনন্দ হতো। তবে, এ বার খুবই কষ্টে রয়েছি। ঘরের সামনে ধর্না মঞ্চ তৈরি করেছি। ষষ্ঠী থেকে চার দিন সেখানেই থাকব। আমাদের পরিবারের লোকজন থাকবেন। যাঁরা আসতে চাইবেন, আসবেন।’ আরজি কর কাণ্ডের পরেও রাজ্যে একের পর এক নারী নিগ্রহের ঘটনা ঘটে চলেছে। জয়নগরে এক নাবালিকাকে ধর্ষণ করে খুন করার অভিযোগ উঠে এসেছে। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান নির্যাতিতার মা-বাবা। নির্যাতিতার মা জানান, একটা প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় আমার মেয়ে ধর্ষণ ও খুন হয়ে গেল। সেটাকে দুর্ঘটনা বলা হয়েছে। কিন্তু, এই ঘটনাগুলিকেও কি দুর্ঘটনা মনে হচ্ছে? একই সঙ্গে জুনিয়র চিকিৎসকদের আমরণ কর্মসূচিকেও সমর্থন জানান তাঁরা। মুখ্যমন্ত্রীকে আরও একটু মানবিক হয়ে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে আলোচনার মধ্যে দিয়ে সমস্যার সমাধানের আহ্বান জানালেন তাঁরা।