কলকাতা

আরজিকরের নির্যাতিতার নাম প্রকাশ করায় মামলা, আইপিএস বিনীত গোয়েলকে হলফনামা পেশের নির্দেশ হাইকোর্টের

আরজি করের ধর্ষণ ও খুনের ঘটনায় নির্যাতিতার নাম প্রকাশ করা সংক্রান্ত মামলায় কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার বিনীত গোয়েলকে তাঁর বক্তব্য হলফনামা আকারে জমা দিতে নির্দেশ কলকাতা হাইকোর্টের। পাশাপাশি স্বরাষ্ট্র ও কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার (পার) ডিপার্টমেন্টকেও হলফনামা জমা দিতে বলা হয়েছে। মামলাটি পরবর্তী শুনানি হতে পারে ১৪ নভেম্বর। আরজি কর মামলা সুপ্রিম কোর্ট শুনছে। তাই মামলাটি কলকাতা হাইকোর্ট আদৌ শুনতে পারবে কি না তা নিয়ে সন্দিহান কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। ১৫ অক্টোবর সুপ্রিম কোর্টে আরজি কর মামলার পরবর্তী শুনানি ধার্য হয়েছে। ওই দিন সর্বোচ্চ আদালতে কী হয়, তা দেখে নিতে চাইছে কলকাতা হাইকোর্ট। আরজি করের নির্যাতিতার নাম একাধিকবার প্রকাশ্যে এনেছেন বিনীত গোয়েল এবং তা আইনবিরুদ্ধ, এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। মামলার আবেদন, কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার নির্দেশ দিক কলকাতা হাইকোর্ট।