খেলা

জিমন্যাস্টিক থেকে অবসর নিলেন দীপা কর্মকার

জিমন্যাস্টিক থেকে অবসরের ঘোষণা করলেন দীপা কর্মকার। ২০১৬ সালের রিও অলিম্পিক্সে অল্পের জন্য পদক হাতছাড়া করেছিলেন তিনি। প্রোদুনোভা ভোল্ট দিয়ে তিনি অলিম্পিক্সে তিনি আলোড়ন ফেলে দিয়েছিলেন। যদিও চতুর্থ স্থানে শেষ করতে হয়েছিল তাঁকে। জিমন্যাস্টিককে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। সোমবার সোশ্যাল মিডিয়ায় দীপা কর্মকার অবসরের ঘোষণা করেন। তিনি লেখেন, ‘অনেক ভাবার পর, আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে আমি জিমন্যাস্টিক থেকে অবসর নিচ্ছি। এই সিদ্ধান্ত আমার জন্য সহজ ছিল না, কিন্তু এটাই সঠিক সময়। জিমন্যাস্টিক আমার জীবনে বড় ভূমিকা নিয়েছে।’ এরপর তিনি নিজের লড়াইয়ের কথা শেয়ার করেন। লেখেন, ‘আমার ওই পাঁচ বছরের দীপার কথা মনে আছে, যাকে বলা হতো পা সমান হওয়ার জন্য কোনওদিন জিমন্যাস্ট হতে পারবে না। আজ আমি নিজের সাফল্য দেখে গর্ব অনুভব করি। ভারতকে সেই স্তরে প্রতিনিধিত্ব করতে পেরেছি এবং পদক জিততে পেরেছি। রিও অলিম্পিক্সে প্রোদুনোভা ভল্ট দেওয়া, আমার কেরিয়ারের সবথেকে স্মরণীয় মুহূর্ত। আজ আমি সেই দীপাকে দেখে অনেক খুশি।’