দেশ

প্রয়াত শিল্পপতি রতন টাটা

প্রয়াত শিল্পপতি রতন টাটা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬। বয়সজনিত সমস্যা নিয়ে সোমবার থেকেই ভর্তি ছিলেন মুম্বইয়ের বেসরকারি হাসপাতালে। বুধবার সন্ধ থেকেই জল্পনা শুরু হয়, তাঁর সঙ্কটজনক পরিস্থিতি নিয়ে। তবে একাধিক সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছিল, বর্ষীয়ান শিল্পপতি গুরুতর অসুস্থ। রয়েছেন আইসিইউতে। বুধবার রাতে জানা যায়, প্রয়াত বর্ষীয়ান শিল্পপতি। বুধবার রাতে মুম্বইয়ের হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন টাটা সনসের চেয়ারম্যান এমেরিটাস। তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। সম্প্রতি তাঁর অসুস্থতার খবর সামনে আসতেই শোরগোল পড়ে যায়। সেই সময় নিজেই সকলকে আশ্বস্ত করেন রতন টাটা। জানান, বার্ধক্যজনিত কারণে, সেই সংক্রান্ত অসুস্থতার জন্য হাসপাতালে রুটিন চেকআপ করাতে পৌঁছেছেন তিনি। তাঁকে নিয়ে উদ্বেগের কোনও কারণ নেই। এতে হাঁফ ছেড়েছিলেন তাঁর অনুরাগীরা। কিন্তু বুধবার সন্ধের পর থেকেই বোঝা যায়, পরিস্থিতি খুব একটা ভালো নয়। রতন টাটার ঘনিষ্ঠ এক সহযোগী প্রথমন সংবাদ সংস্থা IANS-এ মুখ খোলেন। জানান, মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে রুটিন চেকআপের জন্যই পৌঁছন রতন টাটা। কিন্তু ক্রমশ অবস্থার অবনতি হয় তাঁর। ‘সঙ্কটজনক’ অবস্থায় ভর্তি করতে হয় ICU-তে। কিন্তু রতন টাটা যে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, রাত থেকেই শোনা যেতে শুরু করে। শেষ পর্যন্ত ইহলোকের সঙ্গে সম্পর্ক ত্যাগ করেন তিনি।