দেশ

বাগমতী এক্সপ্রেসে দুর্ঘটনায় আহত ১৯, তদন্তে এনআইএ

দুর্ঘটনার কবলে মাইসোর-দ্বারভাঙাগামী বাগমতী এক্সপ্রেস ৷ এবার দুর্ঘটনাগ্রস্ত সেই ট্রেনের যাত্রীদের গন্তব্য পৌঁছে দেওয়ার জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করল রেল কর্তৃপক্ষ ৷ শনিবার ভোরে চেন্নাই সেন্ট্রাল স্টেশন থেকে ছাড়ে এই ট্রেন ৷ পাশাপাশি দুর্ঘটনাকর নেপথ্যে কোনও ষড়যন্ত্র আছে কিনা তা জানতে তদন্ত শুরু করেছে এনআইএ।স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাত সাড়ে আটটা নাগাদ চেন্নাইয়ের কাভারাইপেট্টাই রেল স্টেশনের কাছে 12578 মাইসোর-দ্বারভাঙা বাগমতী এক্সপ্রেসটি দাঁড়িয়ে থাকা একটি মালগাড়িকে ধাক্কা মারে ৷ লাইনচ্যুত হয়ে যায় এক্সপ্রেসের ১২টি কোচ ৷ দুর্ঘটনার কারণে এসি কোচে আগুনও লেগে যায় ৷ খবর পেয়ে রেলওয়ে বিভাগের কর্মকর্তা ও দমকল বিভাগের কর্মীরা দুর্ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন ৷ আটকে পড়া যাত্রীদের উদ্ধার করেন। এই ট্রেনের বেশিরভাগ যাত্রীই উত্তর ভারতের ৷ দুর্ঘটনায় অন্তত ১৯ জন আহত হন বলে খবর ৷