কলকাতা

ফের মঙ্গলে জেলা সফরে রাজ্যপাল

কলকাতাঃ ফের জেলা সফরে যাচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনকর। শিলিগুড়ির পর এবার যাচ্ছেন দক্ষিণ ২৪ পরগনায়। আগামী মঙ্গলবার সুন্দরবনের ধামাখালি, সজনেখালিতে যাবেন রাজ্যপাল। সেদিন জেলার প্রশাসনিক কর্তাদের পাশাপাশি জনপ্রতিনিধিদেরও আমন্ত্রণ জানিয়েছেন তিনি।এর আগে গত ২৪ সেপ্টেম্বর শিলিগুড়িতে প্রশাসনিক বৈঠকে গিয়েছিলেন জগদীপ ধনকর। সেদিনও ছিল মঙ্গলবার। তিনি জেলার সকল প্রশাসনিক কর্তা, জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার ইচ্ছা প্রকাশ করলেও সে ডাকে সাড়া দেননি জেলা প্রশাসনের শীর্ষ কর্তারা। হাজির হননি গৌতম দেব-সহ শাসকদল তৃণমূলের অন্যান্য জনপ্রতিনিধি। কার্যত হতাশার সুরে সেদিন রাজ্যপাল বলেছিলেন, ‘‘আশা করি পরেরবার সকলেই আসবেন।’’এদিকে গত কয়েকদিনে বিভিন্ন ইস্যুতে রাজ্যপালের ‘অতি সক্রিয়তা’ নিয়ে প্রশ্ন উঠেছে। কারণে, অকারণে রাজ্য সরকারের প্রতি ক্ষোভ ঢেলে দেওয়া নিয়েও খুশি নন অনেকেই। কথায়, কথায় এ রাজ্যের আইনশৃঙ্খলাকে কাঠগড়ায় তুলে দেওয়াকে ভাল চোখে দেখেনি শাসকদল। দুর্গাপুজোর কার্নিভাল নিয়েও তাঁর মন্তব্যে পক্ষপাতদুষ্টতার গন্ধ পেয়েছে তৃণমূল।অন্যদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডিলিট, ডিএসসি প্রাপকদের তালিকা তাঁর রাজভবনে বৈঠক করে চূড়ান্ত করার ইচ্ছা প্রকাশ নিয়েও কম বিতর্ক হয়নি। সেই রাজ্যপাল এবার যাচ্ছেন সুন্দরবনে। এই সফর ঘিরে ইতিমধ্যেই ফিসফাস শুরু হয়ে গিয়েছে নানা মহলে।