ক্রাইম

গত ৭ বছরে ১৫ জন নাবালিকাকে ধর্ষণ করে খুন, অভিযুক্ত সিরিয়াল কিলারের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনাল আদালত

একে একে পরপর ১৫ জন নাবালিকাকে অপহরণ করে ধর্ষণ। এবং সবশেষে খুন। কারও বয়স তিনবছর, কারও বা ছয়। এক রাজ্যের মধ্যে এতগুলি ঘটনা সে ঘটায়নি। ববং গত কয়েক বছরে বিভিন্ন রাজ্যে ঘুরে ঘুরে নৃশংস হত্যাকাণ্ড সে করেছে। আগেই যদিও গ্রেপ্তার হয়েছে। মৃত্যুদণ্ড পর্যন্ত পেয়েছে। এবার তাকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনাল আদালত।  সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, সিরিয়াল কিলারের নাম, সুনীল। উত্তরপ্রদেশের গুঞ্জের বাসিন্দা সে। ২০১৭ সালে গুরুগ্রামের সিভিল লাইন এলাকায় এক ছয়বছরের নাবালিকাকে অপহরণ করে ধর্ষণ এবং খুন করে সে। পুলিশ জানিয়েছে, ২০১৭ সালে জানুয়ারি মাসে মন্দিরে প্রসাদ খেতে গিয়ে নিখোঁজ হয় ছয়বছরের নাবালিকা। প্রায় তিন সপ্তাহ পর তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।  গুরুগ্রামের সেই ঘটনার শুনানিতে শুক্রবার আদালত, সুনীলের যাবজ্জীবন কারাদণ্ড এবং আড়াই লক্ষ টাকা জরিমানার সাজা শোনায়। পুলিশ আরও জানিয়েছে, ২০১৮ সালেই সুনীল গ্রেপ্তার হয়েছিল অন্য একটি ধর্ষণ ও খুনের ঘটনায়। গুরুগ্রামের তিনবছরের এক শিশুকে ধর্ষণ করে খুনের অভিযোগে ২০১৮ সালের নভেম্বরে সে গ্রেপ্তার হয়। পুলিশি জেরায় সুনীল স্বীকার করেছে, গত সাত বছরে অন্ততপক্ষে ১৫ জন নাবালিকাকে সে ধর্ষণ করে খুন করেছে। নাবালিকারাই তার টার্গেট ছিল। দিল্লি, গুরুগ্রাম, গোয়ালিয়র, ঝাঁসিতে ঘুরে ঘুরে এই ঘটনাগুলি সে ঘটিয়েছে। সাধারণত ধর্মীয় অনুষ্ঠানগুলিতে ভিড় হলে সেখানে গিয়ে নাবালিকা অপহরণ করে ধর্ষণ করত। এরপর প্রমাণ লোপাটে খুন করে ভিন রাজ্যে পালিয়ে যেত।