ভাই ফোঁটার দিনে চাঞ্চল্যকর একটি ঘটনা ঘটেছে৷ রাজধানী দিল্লিতে, যা নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। সুখের মুহূর্ত হঠাৎই শোকে পরিণত হল। ভাই ফোঁটায় দুই বোন বাপের বাড়িতে এসেছিলেন৷ জানা গিয়েছে, এই সময় তাদের স্বামীদের মধ্যে ব্যবসা সংক্রান্ত কোনও বিষয় নিয়ে প্রবল কথা কাটাকাটি হয়। প্রথম কেউ কিছু বুঝতে না পারলেও, উৎসবের দিনেই সেই ঝগড়া চরমে পৌঁছয়৷ কিছুক্ষণের মধ্যেই পিস্তল বের করে এক ব্যক্তি অন্যজনকে গুলি করে। ঘটনায় একজনের মৃত্যু হয়েছে।দিল্লির খাজুরি থানা এলাকায়৷ ভাই দুজে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে যাওয়া দুই জামাই ব্যবসার জের ধরে একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। নিজের ভগ্নিপতির স্বামীকে গুলি করে হত্যা করেছে এক ব্যক্তি। দিল্লি পুলিশের মতে, খাজুরি খাস থানা এলাকায় গুলি চালানোর ঘটনা সম্পর্কে সন্ধ্যা ৬:২০ মিনিটে একটি ফোন আসে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সোনিয়া বিহারের প্রথম পুস্তা ব্লকের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মামলার তদন্ত শুরু করে। পুলিশ জানায়, বান্টু নামের ব্যক্তি ভাড়া বাড়িতে থাকতেন৷ রবিবার, ভাই দুজ উপলক্ষে, তার দুই বোন রেখা এবং চাঁদনী তাদের স্বামী অজয় এবং হেমন্তের সাথে তার সাথে দেখা করতে এসেছিলেন। অজয় ও হেমন্ত একইভাবে ফুল-মালার ব্যবসা করেন। অজয় ও হেমন্তের মধ্যে শ্বশুর বাড়িতে পৌঁছানোর পর ব্যবসা নিয়ে তুমুল তর্ক শুরু হয়। এদিকে, অজয় মেজাজ হারিয়ে হেমন্তের ওপর গুলি চালায়। এরপর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অজয়। দিল্লি পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন যে গুলিবিদ্ধ হওয়ার পর হেমন্তকে (৩৫) চিকিৎসার জন্য জেপিসি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তিনি মারা যান। হেমন্তের মাথায় ও বুকে গুলি করেছিল অজয়। চিকিৎসকরা তাকে বাঁচাতে পারেননি। পুলিশ জানিয়েছে, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। অজয়কে ধরার চেষ্টা চলছে।