জেলা

বোন আগেই যোগ দিয়েছেন তৃণমূলে, এবার উপনির্বাচনের আগেই প্রাক্তন বিজেপি সাংসদ জন বারলার শিবির বদলের জল্পনা তুঙ্গে!

বিজেপির বিরুদ্ধে এবার ক্ষোভ উগরে দিলেন দলের নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বারলা। মাদারিহাট উপনির্বাচনের আগে বিস্ফোরক তিনি। বিজেপি নেতৃত্বের একনায়কতন্ত্রের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রাক্তন গেরুয়া সাংসদ। নাম না করলেই মনোজ টিগ্গাকে নিশানা করে বারলা বলেন, দীর্ঘদিন ধরে যেভাবে একই কথা বারবার বলে চলেছে বিজেপি অথচ কাজের বেলায় চা বাগানের উন্নয়নের কোনও ভূমিকা নিচ্ছে না তাঁর দল, তা সাধারণ মানুষের ক্ষোভের কারণ হয়ে উঠতে পারে। কিছুদিন আগেই প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লার সঙ্গে দেখা করলেন তৃণমূল নেতৃত্ব। মাদারিহাট উপনির্বাচনের প্রচারে দেখা যাচ্ছে না প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা জন-বার্লাকে। গত ২০ অক্টোবর জন বার্লার বোন মেরিনা কুজু তৃণমূলে যোগ দিয়েছেন।আর এর পরেই জল্পনা তুঙ্গে। প্রসঙ্গত তাঁর বাড়িতে জেলা তৃণমূলের নেতারা হাজির হয়ে যাওয়ায় সেই প্রসঙ্গে চর্চা বেড়েছে ৷ শাসক দলের মুখপাত্র কুণাল ঘোষ অবশ্য জল্পনা উড়িয়ে দিচ্ছেন না। তিনি জানিয়েছেন, শুধু প্রাক্তন সাংসদ কেন? বর্তমান সাংসদ, বিধায়কও যোগাযোগ রাখছেন ৷ তবে চূড়ান্ত সিদ্ধান্ত দলের শীর্ষ নেতৃত্ব নেবে।