জেলা

হাওড়ায় তৃণমূল বিধায়কের গাড়ির সঙ্গে ট্রেলারে সংঘর্ষ, মৃত ২, আশঙ্কাজনক ৩

মগরাহাটের তৃণমূল বিধায়ক গিয়াসুদ্দিন মোল্লার গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল দুই জনের। দুর্ঘটনার সময় গাড়িতে ছিলেন না বিধায়ক। বিধায়কের গাড়ির চালক তাঁর আত্মীয়দের নিয়ে হাওড়ায় অনুষ্ঠান বাড়ি থেকে ফেরার সময় শিবপুর কাজীপাড়ায় দাঁড়িয়ে থাকা একটি ট্রেলারের পিছনে ধাক্কা মারে। গাড়ি পাঁচজন ছিল। চালক সহ দুজনের মৃত্যু হয় ঘটনাস্থলে। আহতদের কলকাতার হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাটি ঘটে শনিবার রাত ১টা নাগাদ শিবপুরের ফরসোর রোডে। দুর্ঘটনার নির্দিষ্ট কারণ জানতে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লার নামে থাকা গাড়িটি শনিবার রাতে চালাচ্ছিলেন তাঁর চালক মহম্মদ মোস্তাক খান। পুলিশ সূত্রে খবর, মোস্তাকের বাড়ি ওয়াটগঞ্জে। মোস্তাক নাকি বিধায়কের গাড়িতে করে আত্মীয়দের নিয়ে বাঁকড়ায় গিয়েছিলেন। সেখান থেকেই কলকাতায় ফিরছিলেন তিনি। সেই সময়ই ট্রেলারের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি। জানা গিয়েছে, রাস্তার একদিকে ট্রেলারটি দাঁড়িয়ে ছিল। তাতেই সজোরে গিয়ে ধাক্কা মারে গাড়িটি।