দেশ

দিল্লিতে পুলিশ কনস্টেবলকে কুপিয়ে খুন

একদিন আগেই রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে দিল্লি পুলিশের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ সেই বৈঠকের চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই গতকাল রাতে দিল্লির বুকে ঘটে গেল ভয়ঙ্কর কাণ্ড৷ রাতে কর্তব্যরত এক পুলিশকর্মীকে রাস্তায় কুপিয়ে খুন করল তিন দুষ্কৃতী৷ পাল্টা এনকাউন্টারে এক হামলাকারীর মৃত্যু হয়েছে বলে খবর৷ বাকি দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ৷ গতকাল রাতে এই ঘটনাটি ঘটেছে দিল্লির গোবিন্দপুরী এলাকায়৷ রাতে ওই এলাকায় টহলদারির দায়িত্বে ছিলেন ২৮ বছর বয়সি কিরনপাল সিং নামে দিল্লি পুলিশের এক কনস্টেবল৷ উত্তর প্রদেশের বাসিন্দা কিরনপাল সিং উত্তর প্রদেশের বুলন্দশহরের বাসিন্দা৷ ২০২১ সালে দিল্লি পুলিশের সশস্ত্র বাহিনীতে অন্তর্ভুক্ত করা হয় তাঁকে৷ বর্তমানে গোবিন্দপুরী থানায় কর্মরত ছিলেন তিনি৷ জানা গিয়েছে, রবিবার ভোররাতে আরও দুই কনস্টেবলের সঙ্গে গোবিন্দপুরী থানা এলাকায় টহল দিচ্ছিলেন কিরনপাল৷ সেই সময় তিনি লক্ষ্য করেন, তিন জন যুবক একটি স্কুটারে চড়ে এলাকায় ঘুরে বেড়াচ্ছে৷ চুরি অথবা ডাকাতির মতলব ছিল তাদের৷ সঙ্গে সঙ্গেই একটি গলির মুখে ওই তিন দুষ্কৃতীর পথ আটকান কিরনপাল৷ প্রথমে ওই কনস্টেবলের দিকে ইট, পাথর ছু়ড়ে পালানোর চেষ্টা করে তিন জন৷ কিন্তু নিজের বাইক দিয়ে রাস্তা আটকে দুষ্কৃতীদের স্কুটারের চাবি কেড়ে নেন কিরনপাল৷